"Cythna" and "Laon" are characters from which poetic work of P. B. Shelley?
A
Prometheus Unbound
B
Queen Mab
C
The Revolt of Islam
D
Adonais
উত্তরের বিবরণ
• The required answer is - The Revolt of Islam
• Cythna and Laon:
-
Characters from Percy Bysshe Shelley’s The Revolt of Islam (1818).
-
Originally published in 1817 as Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century.
-
The poem is an epic political work in twelve cantos, where Laon and Cythna embody love and revolutionary ideals, opposing a tyrannical ruler and striving for a just and free society.
• Percy Bysshe Shelley:
-
A Romantic poet, also known as the Revolutionary Poet and Lyrical Poet.
-
Notable works include:
-
Adonais
-
Prometheus Unbound
-
A Defense of Poetry
-
Ode to the West Wind
-
To a Skylark
-
The Revolt of Islam
-
Alastor
-
Ozymandias
-
Queen Mab
-
The Cloud
-
Music
-
The Mask of Anarchy
-

1
Updated: 2 months ago
What is referred to as the "azure sister" in Ode to the West Wind?
Created: 1 week ago
A
The autumn wind
B
The summer wind
C
The spring wind
D
The winter wind
শেলির “Ode to the West Wind” কবিতায় “azure sister” শব্দবন্ধটি ব্যবহৃত হয়েছে spring wind অর্থাৎ বসন্তের বাতাসের প্রতীক হিসেবে। কবি এখানে West Wind of Autumn-কে (শরৎ ঋতুর পশ্চিম বাতাস) উদ্দেশ্য করে সম্বোধন করেছেন, যা প্রকৃতিতে পরিবর্তনের প্রতীক। এর বিপরীতে, তিনি “azure sister” বলে যে বাতাসকে উল্লেখ করেছেন, তা হলো gentle and life-giving spring wind, অর্থাৎ কোমল ও প্রাণবন্ত বসন্তের হাওয়া।
-
“Azure” শব্দটি আকাশের নীল রঙ নির্দেশ করে, যা বসন্তকালের নির্মল আকাশের প্রতীক।
-
কবি এই দুই বাতাসের মধ্যে বৈপরীত্য দেখিয়েছেন—Autumn wind ধ্বংস ও পতনের সূচনা করে, আর Spring wind নতুন জীবন ও পুনর্জন্মের প্রতীক।
-
তাই “azure sister” বলতে শেলি মূলত সেই spring breeze-কেই বোঝাতে চেয়েছেন, যা মৃত্যুর পর নতুন জীবনের আশার প্রতীক হয়ে আসে।

0
Updated: 1 week ago
Which element is associated with the West Wind in Shelley’s poem?
Created: 2 months ago
A
Air
B
Water
C
Fire
D
Earth

0
Updated: 2 months ago
Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
Created: 2 weeks ago
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 2 weeks ago