Who is the author of the famous Romantic poem "The Solitary Reaper"?
A
Charles Dickens
B
William Wordsworth
C
P. B. Shelley
D
S. T. Coleridge
উত্তরের বিবরণ
• The required answer is - William Wordsworth
• The Solitary Reaper:
-
A Romantic poem written by William Wordsworth, published in 1807.
-
Depicts a young peasant girl working alone in the Scottish Highlands, singing a melancholic song while harvesting grain.
-
The poem celebrates natural beauty, simplicity, and human emotion, capturing Wordsworth’s Romantic sensibilities.
-
The title in Bengali: একাকী শস্যচ্ছেদক (যে ফসল কাটে)।
• William Wordsworth:
-
Born on April 7, 1770, in Cockermouth, Cumberland, England.
-
Influenced by The French Revolution, often reflected in his early works.
-
Co-published Lyrical Ballads (1798) with Samuel Taylor Coleridge, marking the beginning of the Romantic Age in English literature.
-
Known as the Father of the Romantic Age and a member of the Lake Poets.
-
Appointed Poet Laureate in 1843.
• Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey,
-
Michael,
-
Ode: Intimations of Immortality,
-
Peter Bell,
-
The Excursion,
-
The Prelude,
-
The Recluse,
-
The Ruined Cottage,
-
The Solitary Reaper,
-
Rainbow,
-
Lucy poems.
• Titles & Recognition:
-
Poet of Nature, Poet of Childhood, Lake Poet.
Source: An ABC of English Literature by M. Mofizar Rahman, Britannica.

0
Updated: 2 months ago
What does Wordsworth mean by the line “Our birth is but a sleep and a forgetting”?
Created: 1 month ago
A
Birth gives us scientific knowledge
B
Birth separates us from divine origin
C
Birth makes us physically strong
D
Birth ends all imagination
এই বিখ্যাত লাইনে Wordsworth বলেছেন যে জন্ম হলো আধ্যাত্মিক সত্যকে ভুলে যাওয়ার শুরু। মানুষ জন্মের আগে স্বর্গীয় আত্মা হিসেবে ঈশ্বরের কাছাকাছি থাকে। পৃথিবীতে জন্ম নিয়ে সেই স্মৃতি ঘুমিয়ে যায়, যেন আমরা আমাদের আসল উৎস ভুলে যাই। শৈশবে সেই ঈশ্বরীয় দ্যুতি কিছুটা থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তা হারিয়ে যায়। এভাবেই Wordsworth মানুষের জীবনকে আধ্যাত্মিক ভ্রমণ হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 1 month ago
Who does the phrase "Mighty Prophet! Seer blest!" refer to?
Created: 1 week ago
A
God
B
Nature's child
C
Poet
D
Prophet of truth
এই পংক্তি “Mighty Prophet! Seer blest!” মূলত শিশুকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, যাকে Wordsworth তাঁর কবিতা “Ode: Intimations of Immortality”-তে “Nature’s child” বলে উল্লেখ করেছেন।
কবির মতে, শিশুর মধ্যে এমন এক divine purity বা আধ্যাত্মিক পবিত্রতা রয়েছে যা সে পৃথিবীতে আসার আগে ঈশ্বরীয় উৎস থেকে সঙ্গে নিয়ে আসে। তাই শিশুকে তিনি ‘Prophet’ বা ‘seer’ হিসেবে তুলনা করেছেন, যে এখনো সেই ঈশ্বরীয় জ্যোতির সঙ্গে সংযুক্ত।
-
Wordsworth বিশ্বাস করতেন যে শিশুরা পৃথিবীতে আসার সময় ঈশ্বরীয় আলো বা heavenly glory নিয়ে আসে।
-
বয়স বাড়ার সাথে সাথে মানুষ সেই divine connection হারিয়ে ফেলে, কিন্তু শিশুর মধ্যে তা এখনো বিদ্যমান থাকে।
-
তাই কবি শিশুকে “Mighty Prophet” বলে অভিহিত করেছেন, কারণ সে এখনো প্রকৃতির সঙ্গে এবং ঈশ্বরীয় সত্যের সঙ্গে যুক্ত।

0
Updated: 1 week ago
The poem concludes with a sense of:
Created: 2 weeks ago
A
Despair over lost youth
B
Fear of the future
C
Enduring connection and hope through nature and human bonds
D
Solitude and isolation
Wordsworth-এর Tintern Abbey কবিতার শেষাংশে বক্তা প্রকৃতি, স্মৃতি এবং মানবিক সম্পর্কের মাধ্যমে স্থায়ী শান্তি ও আশা খুঁজে পান।
-
স্থায়ী সংযোগ ও আশা: যুবককালীন উচ্ছ্বাসপূর্ণ প্রকৃতিপ্রেম যদিও হারিয়েছে, তবুও তিনি পরিপক্ব, ধ্যানমগ্ন ও আধ্যাত্মিক বোঝাপড়া লাভ করেছেন। এই গভীর উপলব্ধি তাঁকে ভবিষ্যতের জন্য আশা দেয়।
-
সান্ত্বনার উৎস হিসেবে স্মৃতি: প্রকৃতির দৃশ্যের শক্তিশালী স্মৃতি এবং তা থেকে উদ্ভূত অনুভূতি দীর্ঘস্থায়ী সান্ত্বনা ও পুনর্নির্মাণের শক্তি প্রদান করে। শহরের ক্লান্তি ও উদ্বেগের সময় এই স্মৃতিই তাঁকে মানসিক প্রশান্তি দেয় এবং ভবিষ্যতেও দেবে।
-
মানবিক বন্ধনের সংযোজন: কবিতার শেষভাগে তাঁর বোন Dorothy-কে সহযাত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বক্তা তাঁর নিজের অতীত উদ্দীপনাকে Dorothy-এর যুবকালের আনন্দ ও সরলতার মধ্যে দেখেন। এই যৌথ অভিজ্ঞতা তাঁদের মানবিক বন্ধনকে শক্তিশালী করে, যা প্রকৃতির সঙ্গে তাদের সংযোগ দ্বারা আরও সমৃদ্ধ হয়।
-
“Cheerful faith”: স্মৃতির সান্ত্বনা এবং মানবিক সম্পর্কের শক্তি মিলিয়ে কবিতা “cheerful faith” নিয়ে শেষ হয়। এটি দেখায় যে প্রকৃতির অমোঘ অনুগ্রহ দৈনন্দিন জীবনের ক্লেশ ও হতাশাকে প্রতিরোধ করতে সক্ষম।
-
Wordsworth এই সমাপ্তি দ্বারা প্রমাণ করেছেন যে প্রকৃতি, স্মৃতি এবং প্রিয়জনের সঙ্গে সংযোগ মানুষের মানসিক ও আধ্যাত্মিক জীবনে স্থায়ী শান্তি ও আনন্দ প্রদান করে।

0
Updated: 2 weeks ago