Lyrical Ballads published in -
A
1789
B
1800
C
1798
D
1898
উত্তরের বিবরণ
• The required answer is - 1798
• Lyrical Ballads:
-
Jointly written by William Wordsworth and Samuel Taylor Coleridge.
-
Published in 1798, marking the beginning of the English Romantic period.
-
Collection of Romantic poems, with 23 poems in total: 19 by Wordsworth and 4 by Coleridge.
-
Revolutionized English literature in terms of subject matter and style.
-
Poems emphasize simplicity of language and avoid artificial ornamentation, reflecting the speech of ordinary people.
-
Focus on natural emotions, experiences, and human connections rather than elaborate literary devices.

0
Updated: 2 months ago
What type of imagery is dominant in descriptions like "steep and lofty cliffs," "dark sycamore," and "green pastoral landscape"?
Created: 2 weeks ago
A
Auditory imagery
B
Olfactory imagery
C
Tactile imagery
D
Visual imagery
Visual imagery হলো এমন একটি কৌশল যা পাঠকের দৃষ্টি ইন্দ্রিয়কে উদ্দীপিত করে এবং তাদের মনে একটি স্পষ্ট দৃশ্য তৈরি করে। Wordsworth-এর বর্ণনায় রঙ (“dark,” “green”), আকার (“steep and lofty”) এবং প্রাকৃতিক উপাদান (cliffs, sycamore, fields) ব্যবহার করে পাঠককে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে নিমজ্জিত করে।
-
রঙ ও আকারের ব্যবহার: রঙ ও আকারের মাধ্যমে পাঠক সহজেই দৃশ্যের স্পষ্ট মানসিক চিত্র কল্পনা করতে পারে।
-
প্রাকৃতিক উপাদান: পাহাড়, গাছপালা, মাঠ ইত্যাদি বর্ণনা পাঠকের মনে পরিপূর্ণ ল্যান্ডস্কেপের ধারণা তৈরি করে।
-
যদিও Wordsworth অন্যান্য ধরনের ইমেজারিও ব্যবহার করেন, যেমন জলধারার “soft inland murmur” (শ্রবণ ইন্দ্রিয়কে উদ্দীপিত),
-
প্রচুর এবং সুস্পষ্ট দৃশ্যবর্ণনার কারণে visual imagery কবিতার সবচেয়ে প্রধান ইমেজারি হিসেবে প্রকাশ পায়।
-
Wordsworth-এর এই কৌশল পাঠককে প্রকৃতির সৌন্দর্য সরাসরি অনুভব করার সুযোগ দেয় এবং কবিতার আধ্যাত্মিক ও আবেগময় শক্তিকে বাড়ায়।

0
Updated: 2 weeks ago
Which of the following best explains Romanticism’s break from the Neoclassical Age?
Created: 1 month ago
A
Focus on Urban Society
B
Stress on Rules and Discipline
C
Dependence on Classical Models
D
Freedom of Individual Expression
নব্য-শাস্ত্রীয় যুগে কবিতা ও সাহিত্যে কঠোর নিয়ম, শৃঙ্খলা এবং প্রাচীন গ্রিক-রোমান ধারা অনুসরণ করা হতো। কিন্তু রোমান্টিক যুগে এই ধারা ভেঙে কবিরা ব্যক্তিস্বাধীনতা ও সৃষ্টিশীলতার ওপর জোর দেন। প্রত্যেক কবি নিজের কণ্ঠস্বর, আবেগ ও অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন। এই স্বাধীনতা সাহিত্যে নতুন প্রাণ এনে দেয় এবং পাঠকদের সঙ্গে ব্যক্তিগত সংযোগ স্থাপন করে। এভাবেই Romanticism নব্য-শাস্ত্রীয় যুগ থেকে আলাদা হয়।

1
Updated: 1 month ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 2 months ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 2 months ago