কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়?
A
দ্বাদশ
B
ত্রয়োদশ
C
চতুর্দশ
D
পঞ্চদশ
উত্তরের বিবরণ
চতুর্দশ সংশোধনী:
-
প্রসঙ্গ: সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
নারী আসন: সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ উন্নীত করা হয়, যা পরবর্তী দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
-
বিচারপতির অবসর: সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স ৬৫ থেকে ৬৭-এ বর্ধিত করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি: সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে টানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে-
Created: 3 weeks ago
A
পঞ্চদশ
B
দ্বাদশ
C
একাদশ
D
ত্রয়োদশ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই সংশোধনী প্রবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সংবিধানিক কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিলো, যা হাইকোর্ট আংশিকভাবে অবৈধ ঘোষণা করেছে।
-
সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রেক্ষাপট:
• ২০১১ সালের ৩০ জুন প্রণীত, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠা।
• রাষ্ট্রের মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংযোজন। -
পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়বস্তু:
• তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল।
• দলীয় সরকারের অধীনে মেয়াদ শেষ হবার আগে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান।
• সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করে ৪৫ থেকে ৫০ করা।
• ৪৭ এর ৩ অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের জন্য "অন্য কোন ব্যক্তি, ব্যক্তিসমষ্টি বা সংগঠন" এর বিচার করার বিধান সংযোজন।
• জরুরী অবস্থার মেয়াদ সর্বোচ্চ ১২০ দিন নির্ধারণ।
• সংবিধানে নতুন তিনটি তফসিল সংযোজন – পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম। -
আদালতের কার্যক্রম ও রায়:
• হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে অবৈধ ঘোষণা।
• আওয়ামী লীগ সরকারের সময়ে প্রবর্তিত এই সংশোধনীতে মোট ৫৪টি পরিবর্তন আনা হয়েছিলো।
• আদালত পঞ্চদশ সংশোধনীর মোট ছয়টি বিধান বাতিল করেছে।

0
Updated: 3 weeks ago
(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। সঠিক উত্তর নেই, সঠিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন) বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Created: 1 month ago
A
১৬ (ভুল উত্তর)
B
২৭
C
১০
D
১৯
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
⇒ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।
উৎস: বাংলাদেশের সংবিধান, দৈনিক ইত্তেফাক।

0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?
Created: 3 weeks ago
A
৭২ অনুচ্ছেদে
B
৭৭ অনুচ্ছেদে
C
৭৯ অনুচ্ছেদে
D
৮২ অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির বিধান রয়েছে।
-
সংসদ ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারবে।
-
সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের কার্য সম্পর্কিত তদন্ত পরিচালনার ক্ষমতা এবং অন্যান্য দায়িত্ব প্রদান করা যেতে পারে। ন্যায়পাল সেই ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
-
ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রস্তুত করবেন, যা সংসদে উপস্থাপন করা হবে।
অন্যদিকে:
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৯ নং অনুচ্ছেদ: সংসদ-সচিবালয়
-
৮২ নং অনুচ্ছেদ: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
উৎস:

0
Updated: 3 weeks ago