Which of the following poets is not part of the Romantic Period?
A
John Keats
B
William Wordsworth
C
P. B. Shelley
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ
• The required answer is - Alfred Tennyson.
• Alfred Tennyson (1809–1892):
-
A prominent poet of the Victorian Period, not the Romantic Period.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Known for his melodious language and often called a Lyric Poet.
• Famous Works:
-
The Lotos-Eaters
-
Morte d’Arthur
-
Oenone
-
Ulysses
-
In Memoriam
-
Tithonus
-
Aurora
• Context:
-
Unlike Romantic poets like Wordsworth, Coleridge, or Byron, Tennyson wrote during the Victorian era, reflecting the concerns and style of that period.

0
Updated: 2 months ago
The Romantic Period began with the publication of -
Created: 1 month ago
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:

0
Updated: 1 month ago
What type of play is Arms and the Man?
Created: 3 weeks ago
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:

0
Updated: 3 weeks ago
The Romantic period ended at -
Created: 2 months ago
A
1852
B
1832
C
1812
D
1822
• Romantic Period
-
সময়কাল: ১৭৯৮ – ১৮৩২
-
Romantic Period ইংরেজি সাহিত্যের একটি সংক্ষিপ্ততম সাহিত্যকাল।
-
সূচনা: ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads প্রকাশের মাধ্যমে।
-
সমাপ্তি: ১৮৩২ সালে Reformation Act-এর মাধ্যমে।
-
এই যুগকে বলা হয় “Revival of Romanticism”, কারণ Elizabethan Period-এর romantic ideals পুনরুজ্জীবিত হয় এই সময়ে।
-
স্থায়িত্বকাল: ৩৪ বছর (১৭৯৮–১৮৩২)
• English Literature Periods and Their Sub-ages
-
The Old English Period (450–1066) – দীর্ঘতম সময়কাল
-
The Middle English Period (1066–1500)
-
i) Anglo-Norman Period
-
ii) Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603) – Golden Age
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) Restoration Period (1660–1700)
-
ii) Augustan Period (1700–1745) – Age of Pope
-
iii) Age of Sensibility (1745–1785/1798) – Age of Dr. Samuel Johnson
-
-
The Romantic Period (1798–1832) – সংক্ষিপ্ততম সাহিত্যকাল
-
The Victorian Period (1832–1901)
-
i) Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
-
Edwardian Period (1901–1910)
-
-
-
Georgian Period (1910–1939)
-
-
-
The Post-Modern Period (1939–Present) – সর্বশেষ যুগ
📖 Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman

0
Updated: 2 months ago