Which of the following words means "an exaggerated statement or an extreme overstatement"?
A
Irony
B
Metaphor
C
Hyperbole
D
Simile
উত্তরের বিবরণ
• The required answer is - Hyperbole.
• Hyperbole (অতিশয়োক্তি/অত্যুক্তি):
-
An exaggerated statement or extreme overstatement.
-
It is used intentionally in comedy to create humor or in love poetry to express intense admiration.
-
Hyperbole can also emphasize strong criticism or dramatic effect.
• Example:
-
"Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
• Other options explained:
-
Irony: A statement where the real meaning is concealed or contradicted.
-
Metaphor: A comparison between two unlike things without using "like" or "as".
-
Simile: A comparison using "like" or "as".

0
Updated: 2 months ago
The cat jumped ______ the pool to catch the fish.
Created: 1 month ago
A
in
B
at
C
on
D
into
Correct Answer: Into
Example Sentence:
-
The cat jumped into the pool to catch the fish.
-
বাংলা অর্থ: "বিড়ালটি মাছ ধরতে পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।"
ব্যাখ্যা:
-
Into ব্যবহৃত হয় যখন কোনো স্থানের ভিতরে প্রবেশ (entry/movement) বোঝানো হয়।
-
বাক্যে "jumped" একটি movement নির্দেশ করছে যা পুকুরের অভ্যন্তরে প্রবেশ করছে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) in: স্থির অবস্থান (static position) বোঝায়
-
গ) at: নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্য (specific point/target) বোঝায়
-
ঘ) on: কোনো পৃষ্ঠতলের উপরে অবস্থান (on a surface) বোঝায়

0
Updated: 1 month ago
Identify the part of speech of 'Plethora.'
Created: 4 weeks ago
A
Adjective
B
Verb
C
Noun
D
Adverb
Plethora একটি Noun। এটি বোঝায় কোনো কিছুর খুব বড় পরিমাণ, বিশেষত এমন পরিমাণ যা প্রয়োজনের তুলনায় বেশি বা যা সামলানো কঠিন।
-
বাংলা অর্থ:
১. (আনুষ্ঠানিক) অতিপ্রাচুর্য; আতিশয্য
২. (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত -
সমার্থক শব্দ: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Overabundance (অতিপ্রাচুর্য), Profusion (প্রাচুর্য), Richness (সমৃদ্ধি)
-
বিপরীতার্থক শব্দ: Dearth (অভাব, অনটন, আকাল), Lack (অভাব ঘটা), Deficiency (ঘাটতি), Paucity (অনটন), Shortage (স্বল্পতা)
-
অন্য রূপ: Plethoric (Adjective)
-
উদাহরণ বাক্য:
১. The plethora of regulations is both contradictory and confusing.
২. The plethora of details about anything does not bring any good.

0
Updated: 4 weeks ago
What is the synonym of the word 'Fringe'?
Created: 4 weeks ago
A
Immeasurable
B
Main
C
Periphery
D
Inane
সঠিক উত্তর হলো Periphery।
Fringe একটি Noun & Verb। এটি বোঝায় কোনো কিছুর বাইরের প্রান্ত বা সীমা; এছাড়াও মূল বিষয় বা প্রধান অংশের তুলনায় गौণ বা কম গুরুত্বপূর্ণ দিক।
-
বাংলা অর্থ: কিনার; প্রান্ত।
-
সমার্থক শব্দ:
-
Periphery (বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি)
-
Edge (ছুরি, তলোয়ার অথবা যেকোনো অস্ত্রের ধারালো প্রান্ত)
-
Outskirts ((বিশেষত শহরের) প্রান্তদেশ)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Center (কেন্দ্র; মূল অংশ)
-
Core (কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু)
-
Main (প্রধান; মূল)
-
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Immeasurable (Adjective):
-
ইংরেজি অর্থ: So large or great that it cannot be measured or quantified।
-
বাংলা অর্থ: অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।
-
-
Inane (Adjective & Noun):
-
ইংরেজি অর্থ: Extremely silly or having no real meaning or importance।
-
বাংলা অর্থ: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।
-

0
Updated: 4 weeks ago