যদি FIND = 69144 হয়, তবে KING = ?
A
119147
B
119714
C
119417
D
111947
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি FIND = 69144 হয়, তবে KING = ?
সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, F I N D = 6 9 14 4
একই ভাবে, K I N G = 11 9 14 7

0
Updated: 2 months ago
যদি ২০২৫ সালের নভেম্বর মাসের ১ তারিখ শনিবার হয়, তাহলে ডিসেম্বর মাসের ১৮ তারিখ কী বার হবে?
Created: 3 weeks ago
A
শুক্রবার
B
বৃহস্পতিবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি ২০২৫ সালের নভেম্বর মাসের ১ তারিখ শনিবার হয়, তাহলে ডিসেম্বর মাসের ১৮ তারিখ কী বার হবে?
সমাধান:
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই নভেম্বর মাসের ১ম দিন শনিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন শনিবার হবে এবং ডিসেম্বর মাসের ৬তম ও ১৩ তম দিন শনিবার হবে।
এখন,
ডিসেম্বর মাসের ১৩ তারিখ হবে শনিবার।
ডিসেম্বর মাসের ১৪ তারিখ হবে রবিবার।
ডিসেম্বর মাসের ১৫ তারিখ হবে সোমবার।
ডিসেম্বর মাসের ১৬ তারিখ হবে মঙ্গলবার ।
ডিসেম্বর মাসের ১৭ তারিখ হবে বুধবার।
ডিসেম্বর মাসের ১৮ তারিখ হবে বৃহস্পতিবার।

0
Updated: 3 weeks ago
If the average of m numbers is n2 and the average of n numbers is m2, find the average of all (m + n) numbers.
Created: 1 week ago
A
mn
B
m + n
C
(m + n)/2
D
m2 + n2
Question: If the average of m numbers is n2 and the average of n numbers is m2, find the average of all (m + n) numbers.
Solution:
Given that,
The average of m numbers is n2
Sum of m numbers = m⋅n2
And
The average of n numbers is m2
Sum of n numbers = n⋅m2
∴ Total sum = mn2 + nm2 = mn(m + n)
∴ Average = mn(m + n)/(m + n) = mn

0
Updated: 1 week ago
দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
Created: 1 month ago
A
১৪ মিনিট
B
২৪ মিনিট
C
৩২ মিনিট
D
৩৬ মিনিট
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি পানির ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিলে ট্যাংকটি পূর্ণ হতে আরো ৮ মিনিট সময় লাগলে শুধু দ্বিতীয় নলটি দ্বারা সম্পূর্ণ ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান:
দুইটি নল দ্বারা,
৮ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৮ অংশ
∴ ৬ মিনিটে পূর্ণ হয় = ৬/৮ অংশ = ৩/৪ অংশ
৬ মিনিট পর অবশিষ্ট থাকে = ১ - (৩/৪) = (৪ - ৩)/৪ = ১/৪ অংশ
দ্বিতীয় নলটি,
১/৪ অংশ পূর্ণ করতে পারে = ৮ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে পারে = (৮ × ৪) মিনিটে = ৩২ মিনিটে

0
Updated: 1 month ago