পরপর তিনটি সংখ্যার গুণফল 504 হলে, তাদের সমষ্টি কত হবে?
A
16
B
18
C
36
D
24
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
একটি নষ্ট ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় দেয়?
Created: 1 month ago
A
৭ বার
B
১২ বার
C
১৪ বার
D
২৮ বার
আমরা জানি,
১ সপ্তাহ = ৭ দিন
একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় ২ বার
∴ ৭ দিনে সঠিক সময় দিবে = ৭ × ২ বার
= ১৪ বার

0
Updated: 1 month ago
P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
Created: 4 weeks ago
A
উত্তর
B
পূর্ব
C
দক্ষিণ
D
পশ্চিম
প্রশ্ন: P এর অবস্থান Q এর উত্তরে এবং Q এর অবস্থান R এর পশ্চিমে। S এর অবস্থান P এর পূর্বে। R এর অবস্থান S এর কোনদিকে?
সমাধান:
দেওয়া আছে,
P এর অবস্থান Q এর উত্তরে
Q এর অবস্থান R এর পশ্চিমে
S এর অবস্থান P এর পূর্বে
অর্থাৎ S এবং R উভয়ের অবস্থান যথাক্রমে P এবং Q এর পূর্বে।
R এর অবস্থান হবে S এর দক্ষিণদিকে।

0
Updated: 4 weeks ago
ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
Created: 1 month ago
A
20 কেজি
B
18 কেজি
C
24 কেজি
D
30 কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার জন্য প্রশ্নবোধক স্থানে কত কেজি ভর রাখতে হবে?
সমাধান:
ধরি, ভর রাখতে হবে = x কেজি
লিভারের ভারসাম্য সূত্র অনুযায়ী,
30 × 16 = 20 × (x)
⇒ 480 = 20x
⇒ x = 480/20
∴ x = 24
∴ প্রশ্নবোধক স্থানে 24 kg ভর রাখতে হবে।

0
Updated: 1 month ago