ফরহাদ ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান কত দূরে?
A
২৬ মিটার
B
১৮ মিটার
C
২৪ মিটার
D
১২ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: ফরহাদ ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান কত দূরে?
সমাধান:

∴ যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান = AB + BE
= ১২ + ৬ = ১৮ মিটার

0
Updated: 2 months ago
বার্ষিক শতকরা 10% হারে 2000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
Created: 1 month ago
A
10.5 টাকা
B
20 টাকা
C
24.5 টাকা
D
40 টাকা
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত:
-
মূলধন, টাকা
-
সময়, বছর
-
বার্ষিক সুদের হার,
১. সরল সুদ (Simple Interest):
২. চক্রবৃদ্ধি সুদ (Compound Interest):
চক্রবৃদ্ধি সুদ = টাকা
৩. পার্থক্য:
উত্তর: চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য = 20 টাকা।

0
Updated: 1 month ago
একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। সমাবেশে উপস্থিত লোকের সংখ্যা 20 জন হলে হ্যান্ডশেকের সংখ্যা কত?
Created: 1 month ago
A
153
B
173
C
180
D
190
সমাধান:
দেওয়া আছে,
লোক সংখ্যা = 20
∴ মোট হ্যান্ডশেকের সংখ্যা = 20C2
= 20!/{2! × (20 - 2)!}
= 20!/(2! × 18!)
= (20 × 19 × 18!)/(2! × 18!)
= 190

0
Updated: 1 month ago
কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?
Created: 4 weeks ago
A
শনিবার
B
রবিবার
C
সোমবার
D
মঙ্গলবার
প্রশ্ন: কোনো একটি বছরের ২৬ আগস্ট মঙ্গলবার হলে ঐ বছরের ২৯ সেপ্টেম্বর কী বার ছিলো?
সমাধান:
২৯ সেপ্টেম্বর ছিলো সোমবার ।
২৯ সেপ্টেম্বর - ২৬ আগস্ট
= ৫ + ২৯ দিন = ৩৪ দিন
= (৩৫ - ১) দিন
= (৫ × ৭) - ১
= মঙ্গলবার - ১ দিন
= সোমবার

0
Updated: 4 weeks ago