A
অনুচ্ছেদ - ৩৭
B
অনুচ্ছেদ - ৩৯
C
অনুচ্ছেদ - ৩৬
D
অনুচ্ছেদ - ৪১
উত্তরের বিবরণ
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে:
-
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে:
-
কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ করতে হবে না,
-
কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই বিধান রহিত করা যায় না।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 2 weeks ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৩৭
B
১৩৮
C
১৪৭
D
১৫০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হল একটি বিশেষ প্রতিষ্ঠান, যা সরকারি চাকরিতে নিয়োগ দেয়।
-
এটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা এবং আপিলের মত বিষয়েও সিদ্ধান্ত নেয়।
-
সংবিধানের একটি অধ্যায়ে এই কমিশনের গঠন ও কাজের নিয়ম বর্ণনা করা হয়েছে, যেখানে মোট ৫টি অনুচ্ছেদ আছে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ করান।
সংবিধানের ৫টি অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সংক্রান্ত বিষয়গুলো আছে:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
-
অনুচ্ছেদ ১৩৮: সদস্য নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যদের মেয়াদ।
-
অনুচ্ছেদ ১৪০: কমিশনের দায়িত্ব।
-
অনুচ্ছেদ ১৪১: কমিশনের বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার নিয়ম।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন' বলা আছে?
Created: 1 month ago
A
১০ নং অনুচ্ছেদে
B
২১ (২) নং অনুচ্ছেদে
C
২৭ নং অনুচ্ছেদে
D
২৮ (২) নং অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রয়েছে।
অনুচ্ছেদ ২৮-এ স্পষ্টভাবে বলা হয়েছে:
-
২৮(১): কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানকে কেন্দ্র করে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র পক্ষপাত বা বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
-
২৮(২): দেশের রাষ্ট্রীয় কাঠামো ও সামাজিক জীবনের প্রতিটি স্তরে নারী ও পুরুষের সমান অধিকার থাকবে।
-
২৮(৩): উপরের উল্লেখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো নাগরিককে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কিংবা বিনোদন ও বিশ্রামের স্থান ব্যবহারে বাধা দেওয়া যাবে না।
-
২৮(৪): নারী ও শিশুদের কল্যাণ অথবা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বিশেষ আইন প্রণয়নের ক্ষেত্রে সংবিধান কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
এছাড়াও আরও কিছু অনুচ্ছেদে নাগরিক অধিকার ও সমতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে:
-
অনুচ্ছেদ ১০: এখানে সমাজতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
-
অনুচ্ছেদ ২৭: প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা এবং সুরক্ষার অধিকার রাখেন।
-
অনুচ্ছেদ ২১(২): প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব হলো সর্বদা জনগণের সেবা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান

0
Updated: 1 month ago