১৫) 'বিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A
অনুগ্রহ
B
সন্ধি
C
নিগ্রহ
D
প্রতিগ্রহ
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দসমূহ
-
বিগ্রহ → সন্ধি
-
প্রতিগ্রহ → অপ্রতিগ্রহ
-
অনুগ্রহ → নিগ্রহ
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
'উপচয়' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অমৃত
B
ভাটি
C
খাতক
D
অপচয়
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
-
উপচয় ↔ অপচয়
-
বিধি ↔ নিষেধ
-
সৌম্য ↔ করাল
-
ভীরু ↔ নির্ভীক
-
মহাজান ↔ খাতক
-
ভাটি ↔ উজান
-
বিষ ↔ অমৃত
-
সিক্ত ↔ শুষ্ক

0
Updated: 1 month ago
'মন্থর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
নিষ্ঠুর
B
দ্রুত
C
উগ্র
D
মুখর
'মন্থর' শব্দের বিপরীতার্থক শব্দ হলো দ্রুত / ত্বরিত। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
মরমি: নিষ্ঠুর
-
মৃদু: উগ্র / তীব্র / প্রবলাচ
-
মুখর: মৌনী
উৎস:

0
Updated: 3 weeks ago
‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
উৎকৃষ্ট
B
অপকৃষ্ট
C
নিকৃষ্ট
D
অপকর্ষ
‘উৎকর্ষ’ অর্থ হলো শ্রেষ্ঠত্ব, উৎকৃষ্টতা বা উন্নতির চূড়ান্ত অবস্থা।
-
এর বিপরীতার্থক শব্দ হবে অবনতি, অধঃপতন বা শ্রেষ্ঠত্বহীনতা।
-
“অপকর্ষ” মানে হলো অধঃপতন বা অবনতি, যা ‘উৎকর্ষ’-এর বিপরীতার্থক।
তাই সঠিক উত্তর: অপকর্ষ (ঘ)

0
Updated: 2 weeks ago