১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
উত্তরের বিবরণ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago
‘পতাকা’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
কেতন
B
মার্গ
C
নলিন
D
ভাজন
পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।

0
Updated: 2 months ago
‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
করী
D
কেশরী
হাতি শব্দের প্রতিশব্দ - গজ, হস্তী, করী, দন্তী, দ্বিপ, বারণ, পিল, রদী, রদনী ইত্যাদি।

0
Updated: 1 month ago
"কপোল" শব্দটির সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
গণ্ডদেশ
B
গাল
C
কপাল
D
ললাট
প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে দ্বৈত উত্তর বিদ্যমান থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। এখানে ‘কপোল’ ও ‘গণ্ডদেশ’ উভয় শব্দের অর্থ কাছাকাছি হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়।
‘কপোল’ শব্দের অর্থ হলো গণ্ড বা গাল।
‘গণ্ডদেশ’ শব্দের অর্থও গাল বা কপোল— অর্থাৎ, দুটি শব্দই প্রায় একই অর্থ প্রকাশ করে।
অন্যদিকে, ‘কপাল’ শব্দটি সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এটি উচ্চতর স্তরের মেরুদণ্ডী প্রাণীর ভূ ও মাথার মধ্যবর্তী অংশ, অর্থাৎ ললাট নির্দেশ করে। পাশাপাশি শব্দটি ভাগ্য বা অদৃষ্ট অর্থেও প্রচলিত।

0
Updated: 1 week ago