১১) 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ কোনটি?
A
সংকুচিত
B
একবর্ণা
C
সংহত
D
প্রসারণ
উত্তরের বিবরণ
বিপরীতার্থক শব্দসমূহ:
-
আকুঞ্চন → প্রসারণ
-
সংকুচিত → প্রসারিত
-
সংহত → বিভক্ত
-
বিচিত্র → একবর্ণা
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ
এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
'অনুরক্ত'- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
ত্যক্ত
B
বিরক্ত
C
আরক্ত
D
আসক্ত
অনুরক্ত শব্দের বিপরীত হলো বিরক্ত।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
নিয়ত = বিরত
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
উৎস:

0
Updated: 3 weeks ago
‘খাতক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 5 days ago
A
পাচক
B
মহাজন
C
দাতা
D
ত্রাতা
‘খাতক’ শব্দের অর্থ হলো ঋণগ্রহীতা বা ধার নেওয়া ব্যক্তি, আর এর বিপরীতার্থক শব্দ ‘মহাজন’, যার অর্থ ঋণদাতা বা ধার দেওয়া ব্যক্তি। একইভাবে, ‘দাতা’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘গ্রহীতা’, অর্থাৎ যিনি কিছু গ্রহণ করেন।
-
খাতক ↔ মহাজন : একদিকে ধার নেয়, অন্যদিকে ধার দেয়।
-
দাতা ↔ গ্রহীতা : একদিকে দেয়, অন্যদিকে নেয়।
-
এই ধরনের শব্দ যুগল বাংলা ভাষায় বিপরীতার্থক সম্পর্ক বা বিরুদ্ধার্থকতা প্রকাশ করে, যা শব্দার্থ বোঝাতে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে।

0
Updated: 5 days ago
‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 5 months ago
A
নিষ্প্রভ
B
সৌম্য
C
উদ্যত
D
বক্র

0
Updated: 5 months ago