A
দশম
B
একাদশ
C
দ্বাদশ
D
ত্রয়োদশ
উত্তরের বিবরণ
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা:
-
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
দ্বাদশ সংশোধনী:
-
দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত। এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
-
এর দ্বারা সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২, ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে:
-
রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
-
প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।
-
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়।
-
জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
-
-
তাছাড়া, সংবিধানের ৫৯ অনুচ্ছেদের মাধ্যমে এই আইনে স্থানীয় সরকার কাঠামোতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
Created: 3 months ago
A
ক) ১০
B
খ) ১১
C
গ) ১২
D
ঘ) ১৩
দ্বাদশ সংশোধনী
দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের পরিবর্তে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
এই সংশোধনীটি ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে গৃহীত হয়।
• দ্বাদশ সংশোধনীর মূল দিকসমূহ:
১. রাষ্ট্রপতি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান।
২. প্রধানমন্ত্রী হন সরকারের প্রধান নির্বাহী।
৩. মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় সংসদের প্রতি দায়বদ্ধ থাকে।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

0
Updated: 3 months ago
’বাংলাদেশের নামে মামলা’ কথাটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
Created: 5 days ago
A
১৪৩ নং
B
১৪৬ নং
C
১৫০ নং
D
১৩৭ নং
বাংলাদেশ সংবিধান:
-
সংবিধানের ১৪৬ নং অনুচ্ছেদে ’বাংলাদেশের নামে মামলা’ বিষয়টি বর্ণিত রয়েছে।
-
“বাংলাদেশ” এই নামে বাংলাদেশ সরকার কর্তৃক বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাইতে পারিবে।
-
এটি একাদশ ভাগে বিবিধ বিষয়ে অন্তর্ভুক্ত।
অপরদিকে অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারী কর্ম কমিশন-প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
-
অনুচ্ছেদ ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি- প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব
-
অনুচ্ছেদ ১৪৫: চুক্তি ও দলিল
-
অনুচ্ছেদ ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
-
অনুচ্ছেদ ১৪৬: বাংলাদেশের নামে মামলা
-
অনুচ্ছেদ ১৪৮: পদের শপথ
-
অনুচ্ছেদ ১৫০: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
উৎস: বাংলাদেশ সংবিধান

0
Updated: 5 days ago
কোন সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়?
Created: 2 weeks ago
A
দ্বাদশ
B
ত্রয়োদশ
C
চতুর্দশ
D
পঞ্চদশ
চতুর্দশ সংশোধনী:
-
প্রসঙ্গ: সংবিধানের চতুর্দশ সংশোধনী আইন ২০০৪ সালের ১৬ মে সংসদে পাস হয়।
-
নারী আসন: সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে ৪৫ এ উন্নীত করা হয়, যা পরবর্তী দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
-
বিচারপতির অবসর: সুপ্রীম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স ৬৫ থেকে ৬৭-এ বর্ধিত করা হয়।
-
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি: সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি তাদের স্ব স্ব কার্যলয়সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহে টানানোর ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago