Choose the antonym of “Feeble.”:
A
Weak
B
Fragile
C
Mighty
D
Delicate
উত্তরের বিবরণ
Correct Answer
গ) Mighty ✅
Explanation:
-
Feeble
-
Bangla Meaning: দুর্বল, নিস্তেজ, ক্ষীণ।
-
English Meaning: markedly lacking in strength.
-
-
Mighty
-
Bangla Meaning: পরাক্রমশালী।
-
English Meaning: possessing might; powerful.
-
Other Options
ক) Weak → দুর্বল, ভঙ্গুর; lacking strength।
খ) Fragile → ভঙ্গুর, ক্ষণভঙ্গুর; easily broken or destroyed।
ঘ) Delicate → সুকুমার, পেলব; pleasing to the senses।
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 2 months ago
A person who leaves his/her own country to settle permanently in another is called a/an-
Created: 5 days ago
A
immigrant
B
expatriate
C
emigrant
D
migrant
“Emigrant” শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের দেশ স্থায়ীভাবে ত্যাগ করে অন্য দেশে বসবাসের জন্য যান। অর্থাৎ, তিনি নিজ দেশের দৃষ্টিকোণ থেকে একজন emigrant। আবার যেই দেশে তিনি যান, সেই দেশের দৃষ্টিকোণ থেকে তিনি immigrant।
এই দুই শব্দের পার্থক্য বোঝার জন্য উভয়ের অবস্থান বুঝে নেওয়া জরুরি। এছাড়াও “expatriate” ও “migrant” শব্দগুলিও প্রাসঙ্গিকভাবে ব্যবহৃত হয়, তবে অর্থে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
Emigrant হলো সেই ব্যক্তি, যিনি নিজের দেশ ত্যাগ করে স্থায়ীভাবে অন্য দেশে বসবাস শুরু করেন। (Example: He is an emigrant from Bangladesh.)
-
Immigrant বোঝায় সেই ব্যক্তিকে, যিনি অন্য দেশ থেকে এসে নতুন দেশে স্থায়ীভাবে বসবাস করেন। (Example: She is an immigrant to Canada.)
-
Expatriate বা “expat” এমন কাউকে বোঝায়, যিনি বিদেশে বসবাস করছেন, কিন্তু তা স্থায়ী বা অস্থায়ী দুইভাবেই হতে পারে।
-
Migrant শব্দটি সাধারণভাবে ব্যবহার হয় সেইসব মানুষ বা প্রাণীর জন্য, যারা কাজ বা উন্নত জীবনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়।
মূল পার্থক্য হলো—Emigrant দেশের বাহিরে যাওয়ার দিকটি বোঝায়, আর Immigrant দেশের ভিতরে আসার দিকটি বোঝায়।

0
Updated: 5 days ago
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
Created: 3 weeks ago
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
Swimming শব্দটি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Gerund। Gerund হলো এমন একটি verb-এর -ing ফর্ম যা noun-এর মতো কাজ করে।
-
Complete sentence: Swimming regularly improves overall fitness.
-
Gerund-এর ব্যাখ্যা:
-
Verb এর সাথে -ing যুক্ত হয়ে যদি noun-এর কাজ করে, অর্থাৎ verb এবং noun-এর কাজ একসাথে করে, তাকে Gerund বলা হয়।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun
-
Gerund কোনো action describe করে না, বরং noun-এর মতো আচরণ করে।
-
-
উদাহরণ:
-
Swimming is good for health.
-
She enjoys reading books.
-
We discussed going on a trip.
-

0
Updated: 2 weeks ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 1 month ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।

0
Updated: 1 month ago