Which part of a letter contains the sender’s address and the date?
A
Salutation
B
Heading
C
Body
D
Closing
উত্তরের বিবরণ
Correct Answer
খ) Heading ✅
Explanation:
-
চিঠির উপরের অংশে যেখানে প্রেরকের ঠিকানা ও তারিখ লেখা থাকে, সেটাকে Heading বলা হয়।
Other Options
ক) Salutation → চিঠির অভিবাদন, যেমন: Dear Sir.
গ) Body → চিঠির মূল অংশ, যেখানে বার্তার বিস্তারিত লেখা হয়।
ঘ) Closing → চিঠির শেষের অংশ, যেখানে বিদায়মূলক শব্দ যেমন: Yours sincerely লেখা হয়।

0
Updated: 2 months ago
What is the plural number of 'ovum'?
Created: 1 month ago
A
ovams
B
ovumes
C
ovums
D
ova
Ovum (noun) (singular)
-
English meaning: an egg cell produced by a woman or female animal.
-
Bangla meaning: ডিম্বাণু।
-
Plural form: ova
ব্যাকরণ নিয়ম অনুযায়ী, যেসব singular noun এর শেষে -um থাকে, সেগুলোকে plural করার সময় সাধারণত -um পরিবর্তন হয়ে -a হয়ে যায়।
তাই ovum → ova হয়।
Source: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
What is the noun form of the word “know”?
Created: 1 month ago
A
knowing
B
knowledge
C
knowledgeable
D
Known
Know -(verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known)
জানা; অবগত হওয়া; কোনো কিছু সম্পর্কে সচেতন/জ্ঞাত থাকা।
• knowing (adjective)
- চতুর; জানে-শোনে এমন।
• knowledgeable (adjective)
- জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।
• Known
- past participle know.
• knowledge(noun)
- জ্ঞান; অবগতি: অভিজ্ঞতা: জ্ঞানের পরিধি।
• Knowing এবং known- এই শব্দ দুটি noun হিসেবে ব্যবহৃত হতে পারে।
- এগুলোকে -ing যোগ করে এবং past participle form-এ এনে noun বানানো হচ্ছে।
- কিন্তু knowledge হল know-এর সবচেয়ে প্রচলিত noun রূপ।
- Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।
তাই, সঠিক উত্তর - Knowledge.
Source: Accessible Dictionary by Banggla Academy.

0
Updated: 1 month ago
He showed me what he had made. (Passive)
Created: 4 weeks ago
A
He had made what was shown to me.
B
What he made had shown me.
C
What he had made was shown me by him.
D
What he had made has shown by him.
সঠিক উত্তর হলো – গ) What he had made was shown me by him.
Passive voice of complex sentence করার সময় বিশেষ নিয়ম মেনে চলতে হয়। Complex sentence-এ একটি clause প্রায়শই subject বা object-এর ভূমিকা পালন করে। তাই—
-
যদি active voice-এর object একটি clause হয়, তবে passive voice-এ সেই clause-টিই subject হবে।
-
আবার active voice-এর subject যদি একটি clause হয়, তবে passive voice-এ সেটি object হবে।
-
clause-এর ভেতরের verb অপরিবর্তিত থাকে।
-
Examples:
-
Act: I know what he thinks.
Pass: What he thinks is known to me. -
Act: He showed me what he had made.
Pass: What he had made was shown me by him. -
Act: She said what she knew.
Pass: What she knew was said by her. -
Act: We will explain why we want to do it.
Pass: Why we want to do it will be explained by us. -
Act: What he has done will save his family.
Pass: His family will be saved by what he has done.
-
Other options ব্যাখ্যা:
-
ক) He had made what was shown to me.
-
অর্থ ও গঠন উভয়ই ভুল।
-
Active ও passive clause-এর অবস্থান সঠিকভাবে পরিবর্তিত হয়নি।
-
-
খ) What he made had shown me.
-
গঠনগতভাবে ভুল।
-
"had shown me" passive-এর সঠিক রূপ নয় এবং সঠিক স্থানে নেই।
-
-
ঘ) What he had made has shown by him.
-
গঠনগত ভুল রয়েছে।
-
এখানে হওয়া উচিত ছিল has been shown by him, কিন্তু সেটি ব্যবহার করা হয়নি।
-

0
Updated: 4 weeks ago