A
Wasteful
B
Thrifty
C
Lavish
D
Extravagant
উত্তরের বিবরণ
• Correct option: খ) Thrifty.
• Frugal (Adj)
- Bangla Meaning: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
- English Meaning: characterized by or reflecting economy in the use of resources.
• Thrifty (Adj)
- Bangla Meaning: মিতব্যয়ী।
- English Meaning: given to or marked by economy and good management.
Other options:
ক) Wasteful
- Bangla Meaning: অপচয়ী; অপব্যয়ী।
- English Meaning: given to or marked by waste : lavish, prodigal.
গ) Lavish
- Bangla Meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী।
- English Meaning: expending or bestowing profusely : prodigal.
ঘ) Extravagant
- Bangla Meaning: অপচয়কর; অপব্যয়ী।
- English Meaning: exceeding the limits of reason or necessity.

0
Updated: 2 weeks ago
Identify the right passive voice of 'It is impossible to do this'.
Created: 11 hours ago
A
Doing this is impossible
B
This is impossible to be done
C
This is must be done
D
This can't be done
Passive Voice-এর ব্যতিক্রমধর্মী ব্যবহার
মৌলিক নিয়ম: সাধারণত Passive Voice তৈরি করার জন্য আমরা Subject–Verb–Object কাঠামো অনুসরণ করি। কিন্তু কিছু ক্ষেত্রে, বিশেষভাবে কিছু Adjective বা বিশেষ বাক্যরূপের সঙ্গে সাধারণ নিয়ম প্রযোজ্য হয় না।
মুখ্য বিষয়:
-
এমন বাক্যগুলোকে Passive Voice-এ রূপান্তর করতে হলে ভাবার্থ অনুযায়ী ভাবতে হয়, শুধুমাত্র কাঠামো অনুসরণ করলেই হবে না।
-
উদাহরণ:
❌ This is impossible to be done.
-
superficially সঠিক মনে হলেও, এটি ইংরেজি নিয়ম অনুযায়ী ভুল।
-
কারণ Adjective (যেমন: impossible) এর পরে Passive infinitive “to be done” ব্যবহার করা যায় না।
-
সঠিক রূপ:
✅ This can't be done.
উপসংহার:
যখন Adjective-এর সঙ্গে Passive Voice ব্যবহার করতে হয়, তখন সরাসরি infinitive ব্যবহার না করে ‘can’t be + past participle’ বা উপযুক্ত ভাবার্থ অনুসারে পরিবর্তিত রূপ ব্যবহার করা উচিত।
উৎস: Swan, M. (2005). Practical English Usage (3rd edition). Oxford University Press.

0
Updated: 11 hours ago
What is the masculine gender of ''mare''?
Created: 1 week ago
A
Mermaid
B
Bear
C
Stallion
D
Dog
Mare: [feminine gender]
Meaning: ঘোটকী।
Masculine gender: Stallion.
• Mermaid (feminine) - মৎসকুমারী।
- এর masculine হচ্ছে - Merman - মৎসকুমার।
• Dog (masculine) - কুকুর।
- এর feminine gender হচ্ছে Bitch (স্ত্রীজাতীয় কুকুর)।
• Bear:
Meaning: ভল্লুক।

0
Updated: 1 week ago
Class relations and societal conflict is the key understanding of-
Created: 1 week ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
• Class relations and societal conflict is the key understanding of - Marxism.
• Marxism
English Meaning: The political and economic theories of Karl Marx (1818-83), which explain the changes and developments in society as the result of opposition between the social classes.
Bangla Meaning: মার্কসবাদ; শ্রেণি সংগ্রাম বিষয়ে কার্ল মার্কসের রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Feminism
English Meaning: The belief and aim that women should have the same rights and opportunities as men; the struggle to achieve this aim.
Bangla Meaning: নারীদের জন্য পুরুষদের সমান (আইনগত, রাজনৈতিক ইত্যাদি) অধিকার প্রতিষ্ঠার দাবিসম্পর্কিত আন্দোলন।
খ) Formalism
English Meaning: A style or method in art, music, literature, etc. that pays more attention to the rules and the correct arrangement and appearance of things than to inner meaning and feelings.
Bangla Meaning: ধর্মীয় কর্তব্য, আচরণ ইত্যাদিতে রীতিনীতি ও অনুষ্ঠানাদির যথাযথ পালন; আচারনিষ্ঠা; আচারপ্রিয়তা।
গ) Structuralism
English Meaning: (in literature, language and social science) A theory that considers any text as a structure whose various parts only have meaning when they are considered in relation to each other.
Bangla Meaning: নির্মিতিবাদ
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago