A
Gentle
B
Evil
C
Cruel
D
Hostile
উত্তরের বিবরণ
Correct Answer
ক) Gentle ✅
Explanation:
-
Malicious (Adj)
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ, বিদ্বেষপূর্ণ।
-
English Meaning: having or showing a desire to cause harm to someone.
-
-
Gentle (Adj)
-
Bangla Meaning: সদয়, নম্র।
-
English Meaning: kind and calm; not intending harm.
-
Other Options
খ) Evil → দুষ্ট, পাপী, মন্দ; morally reprehensible।
গ) Cruel → নিষ্ঠুর, নির্দয়; disposed to inflict pain.
ঘ) Hostile → শত্রুপক্ষীয়, বৈরী; relating to an enemy।

0
Updated: 2 weeks ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 1 week ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 4 weeks ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
He prefers chocolate________ vanilla.
Created: 4 weeks ago
A
rather than
B
rather more that
C
to
D
relative than
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence:He prefers chocolate to vanilla.
- উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

0
Updated: 4 weeks ago