A
Misfortune
B
Hardship
C
Prosperity
D
Calamity
উত্তরের বিবরণ
Correct Answer
গ) Prosperity ✅
Explanation:
-
Adversity (Noun)
-
Bangla Meaning: নিদারুণ দুর্দশা, দৈবদোষ, দুঃখযন্ত্রণা।
-
English Meaning: a state or instance of serious or continued difficulty or misfortune.
-
-
Prosperity (Noun)
-
Bangla Meaning: সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য, সাফল্য, উন্নতি।
-
English Meaning: the condition of being successful or thriving.
-
Other Options
ক) Misfortune → দুর্ভাগ্যজনক ঘটনা; অনর্থপাত।
খ) Hardship → কষ্টকর পরিস্থিতি; suffering।
ঘ) Calamity → দুর্দৈব, বিপর্যয়, চরম দুর্দশা।

0
Updated: 2 weeks ago
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
Created: 1 week ago
A
Sweet: Sour
B
Injure: Incapacitate
C
Stout: Weak
D
Hook: Crook
প্রশ্নের বিষয়: শব্দজোড়ার সম্পর্ক (Analogy)
প্রশ্নে দেওয়া শব্দজোড়ার অর্থ:
-
Harm – ক্ষতি বা আঘাত।
-
Damage – ক্ষতি, অনিষ্ট বা লোকসান।
দেখা যাচ্ছে, এই দুটি শব্দের অর্থ একে অপরের সমার্থক।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
ক)
-
Sweet – মধুর, মিষ্ট বা আনন্দদায়ক।
-
Sour – টক বা তিক্ত স্বাদযুক্ত।
খ)
-
Injure – আঘাত করা, আহত করা বা ক্ষতি করা।
-
Incapacitate – অক্ষম বা অযোগ্য করা, শক্তি হরণ করা।
গ)
-
Stout – শক্তিশালী, দৃঢ়, সহজে ভাঙে না এমন।
-
Weak – দুর্বল, ভঙ্গুর বা প্রতিরোধে অক্ষম।
ঘ)
-
Hook – ঝোলানোর বা ধরার জন্য বাঁকা যন্ত্রাংশ; আকর্ষক বা গ্রহণি।
-
Crook – রাখালের ব্যবহৃত বাঁকা ছড়ি।
উপসংহার:
Harm : Damage সম্পর্কের মতো Injure : Incapacitate ও সমার্থক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, প্রথম জোড়ার মতো দ্বিতীয় জোড়ার শব্দগুলোর মধ্যে সমান বা অনুরূপ সম্পর্ক রয়েছে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
Which period is known as the "Golden Period of English Literature"?
Created: 1 week ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
English
English Grammar
English Literature
The Elizabethan Period (1558-1603)
No subjects available.
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.

0
Updated: 1 week ago
Which of the following words is in singular form?
Created: 4 days ago
A
formulae
B
agenda
C
oases
D
radius
উত্তর: Radius
-
Radius (একবচন / singular) – একটি বৃত্তের কেন্দ্র থেকে এর প্রান্ত বা একটি গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত সোজা লাইন।
-
ইংরেজি অর্থ: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface
-
বাংলা অর্থ: ব্যাসার্ধ
-
বহুবচন (plural): Radii
-
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Formulae – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Formula – নির্দেশাবলি, নিয়ম বা পদ্ধতি
-
আরেকটি বহুবচন রূপ: Formulas
-
-
Agenda – সাধারণত plural হিসেবে ব্যবহৃত হয়।
-
singular: Agendum – সভার কার্যতালিকা
-
আরেকটি বহুবচন রূপ: Agendums
-
-
Oases – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Oasis – মরূদ্যান
-
উৎস: বাংলা একাডেমি অভিধান, Cambridge Dictionary.

0
Updated: 4 days ago