Choose the correct superlative form: "He is better than any other student in the batch."
A
No other student is as good as he.
B
He is the best student in the batch.
C
He is good like every student.
D
He is one of the good students.
উত্তরের বিবরণ
Correct Answer
খ) He is the best student in the batch. ✅
Explanation:
-
এই ধরণের comparative বাক্যকে Superlative এ রূপান্তর করতে হলে the + superlative form ব্যবহার করতে হয়।
-
Best হলো good/better এর Superlative Degree।
-
সুতরাং Superlative Sentence: He is the best student in the batch.
Other Options
ক) No other student is as good as he → Positive Degree; Superlative নয়।
গ) He is good like every student → অর্থ পরিবর্তিত হচ্ছে; সে অন্যদের মতোই, সেরা নয়।
ঘ) He is one of the good students → বোঝাচ্ছে সে ভালোদের একজন, কিন্তু সবচেয়ে ভালো নয়।

0
Updated: 2 months ago
Who of the following is an American writer?
Created: 3 weeks ago
A
Oscar Wilde
B
D. H. Lawrence
C
William Sydney Porter
D
W. Somerset Maugham
William Sydney Porter, যিনি O. Henry নামে খ্যাত, একজন বিখ্যাত আমেরিকান ছোটগল্পকার ছিলেন, যিনি ১৯ শতকের শেষ ভাগ ও ২০ শতকের শুরুর দিকে সাহিত্যজগতে তার চমকপ্রদ ও মানবিক গল্পগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।
-
O. Henry (1862-1910): তাঁর প্রকৃত নাম William Sydney Porter।
-
তিনি লেখালেখি শুরু করেছিলেন জেলখানায় থাকার সময়, যেখানে তিনি ব্যাংকে হিসাবরক্ষণের ভুলের কারণে ছিলেন।
-
"O. Henry" নামটি তার ছদ্মনাম (pen name)।
-
তিনি প্রধানত নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে গল্প লিখতেন।
-
তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার দেখা যায়।
-
বিশিষ্ট ছোটগল্পসমূহ:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
The Ransom of Red Chief
-
The Furnished Room
-
The Trimmed Lamp
-
The Four Million
-
Whirligigs
-
The Voice of the City
-
Source:

0
Updated: 3 weeks ago
The prefix 'mis' can be added to which one?
Created: 2 weeks ago
A
anarchy
B
fool
C
trust
D
pleasure
The prefix 'mis-' can be added to the word trust to form a new word. This prefix generally indicates something done wrongly or badly.
-
Trust → Mistrust
-
English Meaning: a lack of confidence; distrust.
-
Bangla Meaning: আস্থা বা বিশ্বাস না থাকা।
-
Some common words with the prefix 'mis-' include:
-
Misunderstand
-
Misbehave
-
Mislead
-
Misdeed
-
Mistake
-
Misfire
-
Misinterpret
-
Misconduct
-
Mischievous
-
Misprint
-
Mismatch
-
অন্যদিকে, বাকি দেওয়া অপশনগুলোর সাথে 'mis-' যুক্ত হলেও কোনও standard English word তৈরি হয় না।

0
Updated: 2 weeks ago
The synonym of the word 'Treacherous' is -
Created: 2 weeks ago
A
Faithful
B
Unreliable
C
Beginning
D
Constant
Treacherous (Adjective) শব্দটির অর্থ হলো এমন আচরণ যা অস্থির, বিশ্বাসঘাতক বা বিপজ্জনক। এর বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
English Meaning: Behaving in an angry or sulky way, especially because you cannot do or have what you want.
-
Bangla Meaning: যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর।
-
Synonyms: Traitorous, Unreliable, False
-
Antonyms: Constant, Loyal, True, Faithful
-
উল্লিখিত অপশনগুলো
-
Faithful – বিশ্বস্ত
-
Unreliable – অনির্ভরযোগ্য
-
Beginning – শুরু করা
-
Constant – অপরিবর্তনীয়
-
-
Example Sentences:
-
The mountain road was narrow and treacherous during the storm.
-
He was betrayed by his treacherous friend.
-

0
Updated: 2 weeks ago