Choose the correctly spelled word:
A
Consciense
B
Consciens
C
Conscience
D
Concience
উত্তরের বিবরণ
Correct Answer
গ) Conscience ✅
Explanation:
-
Conscience (Noun)
-
Bangla Meaning: বিবেক।
-
English Meaning: The sense or awareness of the moral goodness or blameworthiness of one’s own conduct, intentions, or character, together with a feeling of obligation to do right or be good.
-
-
অন্য সব বিকল্প ভুল বানান; সঠিক বানান হলো Conscience।

0
Updated: 2 months ago
The word 'ecological' is related to -
Created: 2 months ago
A
Demography
B
Pollution
C
Atmosphere
D
Environment
‘Ecological’ শব্দের অর্থ
‘Ecological’ শব্দের অর্থ হলো বাস্তুসংস্থান বা পরিবেশ সম্পর্কিত।
‘Environment’ শব্দের অর্থ
‘Environment’ মানে পরিবেশ।
প্রশ্নে দেওয়া অন্যান্য শব্দের অর্থ:
-
Demography: জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জনসংখ্যাতত্ত্ব।
-
Pollution: দূষণ।
-
Atmosphere: বায়ুমন্ডল।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago
Find out the common gender:
Created: 2 weeks ago
A
Mayor
B
Monarch
C
Nun
D
Hunter
Monarch শব্দটি এমন একটি noun যা নারী এবং পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা যায়। এটি Common Gender-এর উদাহরণ। নিচে বিস্তারিতভাবে বিষয়টি ব্যাখ্যা করা হলো।
-
Monarch (noun)
-
English Meaning: A sovereign head of state, especially a king, queen, or emperor.
-
Bengali Meaning: সর্বোচ্চ শাসক (রাজা, রানি, সম্রাট বা সম্রাজ্ঞী); অধিরাজ; সার্বভৌম।
-
-
Common Gender
-
যে Noun দ্বারা পুরুষ বা নারী উভয়কেই বোঝানো যায়, তাকে Common Gender বলা হয়।
-
Monarch শব্দটি পুরুষ এবং নারী উভয়ের জন্যই ব্যবহার হয়।
-
তাই এটি একটি Common Gender।
-
অন্য উদাহরণসমূহ:
-
Mayor (Masculine Gender)
-
English Meaning: A person who is elected or chosen to lead the group who governs a town or city.
-
Bengali Meaning: নগরের পৌরসংস্থার প্রধান; মেয়র।
-
Feminine Form: Mayoress (মেয়রপত্নী; মহিলা মেয়র)
-
-
Nun (Feminine Gender)
-
English Meaning: A woman belonging to a religious order.
-
Bengali Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
-
Masculine Form: Monk (সন্ন্যাসী)
-
-
Hunter (Masculine Gender)
-
English Meaning: A person or animal that hunts.
-
Bengali Meaning: শিকারি; শৌনিক; ব্যাধ।
-
Feminine Form: Huntress (শিকারি স্ত্রীলোক)
-

0
Updated: 2 weeks ago
Choose the incorrect spelling.
Created: 1 month ago
A
Conscience
B
Priviledge
C
Harassment
D
Occurrence
Correct Answer: Privilege
(Wrong spelling: Priviledge → Correct spelling: Privilege)
Privilege
-
English Meaning: an advantage that only one person or group of people has, usually because of their position or because they are rich.
-
Bangla Meaning: বিশেষ অধিকার বা সুবিধা, যা কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি, শ্রেণি, পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই ভোগ্য।
Other Options:
ক) Conscience
-
Bangla: বিবেক, নীতিচেতনা; ভালো ও মন্দ পার্থক্য করার অন্তর্গত চেতনা।
গ) Harassment
-
Bangla: হয়রানি; উৎপীড়ন।
ঘ) Occurrence
-
Bangla: ঘটনা।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary

0
Updated: 1 month ago