Choose the correct superlative degree of the sentence:
"No other city in Bangladesh is as clean as Rajshahi."
A
Rajshahi is cleaner than all cities in Bangladesh.
B
Rajshahi is as clean as any other city in Bangladesh.
C
Rajshahi is the cleanest city in Bangladesh.
D
Rajshahi is more clean than other cities.
উত্তরের বিবরণ
Correct Answer
গ) Rajshahi is the cleanest city in Bangladesh. ✅
Explanation:
-
Positive Degree: No other city is as clean as Rajshahi.
-
কাউকে সমান বলা হয়নি, তাই Rajshahi সবচেয়ে পরিষ্কার।
-
No other + Positive Degree কে Superlative Degree-এ রূপান্তর করতে হলে the + superlative form ব্যবহার করতে হবে।
-
এখানে Superlative Degree: The cleanest → Rajshahi is the cleanest city in Bangladesh.
Other Options
ক) All cities → “any other city” নয়, অর্থ বদলে গেছে।
খ) As clean as any other → মানে Rajshahi আর অন্যরা সমান পরিষ্কার, তাই ভুল।
ঘ) More clean → grammatically ভুল; সঠিকভাবে হবে “cleaner”।

0
Updated: 2 months ago
"Economic slowdown" can be defined with the word-
Created: 3 weeks ago
A
Boom
B
Depreciation
C
Inflation
D
Stagflation
Economic slowdown শব্দের সাথে সম্পর্কিত শব্দ হলো Stagflation।
Stagflation (Noun)
-
English Meaning: An economic situation in which prices keep rising but economic activity does not increase.
-
Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ; অর্থাৎ এমন সময়সীমা যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
Example:
-
The oil shock helped tip the US into stagflation with prices rising 13% a year.
অন্য বিকল্পসমূহ:
-
ক) Boom – বাজারের তেজিভাব; আকস্মিক ক্রয়বিক্রয় বৃদ্ধি; অর্থনীতির দ্রুত বৃদ্ধি, slowdown-এর বিপরীত।
-
খ) Depreciation – সম্পদের মানের অবচয় (সমগ্র অর্থনীতিতে নয়)।
-
গ) Inflation – মুদ্রাস্ফীতি; দাম বৃদ্ধি (স্লোডাউন ছাড়া ও হতে পারে)।
উৎস:

0
Updated: 3 weeks ago
Identify the word that represents the opposite of someone who is a “Laughing stock.”
Created: 1 month ago
A
Respected authority
B
Ridiculed person
C
Mocked individual
D
Clown
• The opposite of 'Laughing stock' is - Respected authority.
• Laughing stock (noun)
English Meaning: a person subjected to general mockery or ridicule.
Bangla Meaning: হাসির পাত্র; উপহাসের বস্তু।
অপশন আলোচনা:
- Respected authority - সম্মানিত কর্তৃপক্ষ; শ্রদ্ধেয় ব্যক্তি।
- Ridiculed person - উপহাসিত ব্যক্তি।
- Mocked individual - বিদ্রূপের পাত্র।
- Clown - ভাঁড়; হাস্যকর ব্যক্তি।

0
Updated: 1 month ago
What is the synonym of 'Utilize'?
Created: 1 month ago
A
Evasive
B
Employ
C
Misapply
D
Plight
Synonym of ‘Utilize’
• Answer:
-
খ) Employ
• Utilize (Verb)
-
English Meaning: To use something in an effective way; make practical and effective use of.
-
Bangla Meaning: কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া
• Given Options:
-
ক) Evasive (Adjective): এড়িয়ে যেতে সচেষ্ট
-
খ) Employ (Verb): কাজে লাগানো; সদ্ব্যবহার করা; নিয়োগ করা
-
গ) Misapply (Verb): অপপ্রয়োগ/অপব্যবহার করা
-
ঘ) Plight: গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা; বাগদত্ত বা বাগদত্তা হওয়া
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago