A
rung: ladder
B
trunk: goblet
C
margin: page
D
hanger: airplane
উত্তরের বিবরণ
Correct Analogical Relation: outskirts : town :: margin : page
প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
-
Outskirts: প্রান্ত সীমানা / শহরতলি
-
Town: শহর
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
-
Rung: মইয়ের ধাপ, Ladder: মই
-
Trunk: গাছের গুঁড়ি, Goblet: এক ধরনের পাত্র
-
Margin: প্রান্তসীমা, Page: পৃষ্ঠা
-
Hanger: যাহার উপর কোন বস্তু ঝুলানো হয় / Airplane: বিমান
Explanation:
-
Outskirts (শহরতলি) হলো Town (শহর) এর প্রান্তদেশ;
-
Margin (প্রান্তসীমা) হলো Page (পৃষ্ঠা) এর প্রান্তদেশ।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
Tiger : Zoology : : Mars : ____.
Created: 1 month ago
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
Tiger : Zoology :: Mars : ?
শব্দগুলোর অর্থ:
-
Tiger মানে বাঘ (একটি প্রাণী)।
-
Zoology মানে প্রাণিবিজ্ঞান – এটি এমন একটি বিজ্ঞান, যেখানে প্রাণী ও তাদের জীবনধারা নিয়ে পড়াশোনা করা হয়।
-
Mars মানে মঙ্গলগ্রহ – এটি সৌরজগতের একটি গ্রহ।
তুলনামূলক সম্পর্ক (Analogical relationship):
→ Tiger একটি প্রাণী, আর Zoology হচ্ছে প্রাণী নিয়ে পড়াশোনা করার একটি শাখা।
→ একইভাবে, Mars একটি গ্রহ, আর Astronomy হচ্ছে গ্রহ-নক্ষত্র, চাঁদ, সূর্য এবং মহাকাশ বিষয়ক বিজ্ঞান।
অর্থাৎ:
যেমন বাঘ প্রাণিবিজ্ঞানের অধীনে পড়ে, তেমনই মঙ্গলগ্রহ জ্যোতির্বিজ্ঞানের অধীনে পড়ে।
অপশনগুলো বিশ্লেষণ করে দেখা যায়
-
Astrology মানে জ্যোতিষশাস্ত্র – এটি গ্রহ-নক্ষত্র দেখে ভবিষ্যৎ বলার বিদ্যা, বিজ্ঞান নয়।
-
Telescope মানে দুরবিন – এটি একটি যন্ত্র, কোনো বিদ্যা নয়।
-
Cryptology মানে গোপন কোড ও বার্তা পড়ার বা লেখার বিদ্যা – এটি মঙ্গলগ্রহের সঙ্গে সম্পর্কিত নয়।
-
Astronomy মানে জ্যোতির্বিজ্ঞান – এটি গ্রহ-নক্ষত্র নিয়ে বৈজ্ঞানিক গবেষণার শাখা।
তাই সঠিক উত্তর: Astronomy
Tiger : Zoology ঠিক যেভাবে সম্পর্কযুক্ত,
Mars : Astronomy তেমনি সম্পর্কযুক্ত।
Source: merriam-webster.

0
Updated: 1 month ago
'Good' is to 'bad' as 'white' is to-
Created: 1 month ago
A
dark
B
black
C
grey
D
ebony
• 'Good' এর বিপরীত শব্দ হলো 'Bad' — যেমন ভালো ও মন্দ।
• ঠিক তেমনি, 'White' এর বিপরীত শব্দ হলো 'Black' — যেমন সাদা ও কালো।
• এখন অন্য অপশনগুলো দেখি:
ক) dark (noun) – মানে অন্ধকার বা আঁধার।
গ) grey (adjective) – মানে ধূসর বা ছাই রঙ।
ঘ) ebony (adjective) – এমন এক ধরনের গাঢ় কালো রঙ, যা আবলুস কাঠের মতো দেখতে।
উপসংহার: যেমন 'Good' ও 'Bad' একে অপরের বিপরীত, তেমনি 'White' এর সবচেয়ে উপযুক্ত বিপরীত শব্দ হলো 'Black'।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
Created: 1 week ago
A
Sweet: Sour
B
Injure: Incapacitate
C
Stout: Weak
D
Hook: Crook
প্রশ্নের বিষয়: শব্দজোড়ার সম্পর্ক (Analogy)
প্রশ্নে দেওয়া শব্দজোড়ার অর্থ:
-
Harm – ক্ষতি বা আঘাত।
-
Damage – ক্ষতি, অনিষ্ট বা লোকসান।
দেখা যাচ্ছে, এই দুটি শব্দের অর্থ একে অপরের সমার্থক।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
ক)
-
Sweet – মধুর, মিষ্ট বা আনন্দদায়ক।
-
Sour – টক বা তিক্ত স্বাদযুক্ত।
খ)
-
Injure – আঘাত করা, আহত করা বা ক্ষতি করা।
-
Incapacitate – অক্ষম বা অযোগ্য করা, শক্তি হরণ করা।
গ)
-
Stout – শক্তিশালী, দৃঢ়, সহজে ভাঙে না এমন।
-
Weak – দুর্বল, ভঙ্গুর বা প্রতিরোধে অক্ষম।
ঘ)
-
Hook – ঝোলানোর বা ধরার জন্য বাঁকা যন্ত্রাংশ; আকর্ষক বা গ্রহণি।
-
Crook – রাখালের ব্যবহৃত বাঁকা ছড়ি।
উপসংহার:
Harm : Damage সম্পর্কের মতো Injure : Incapacitate ও সমার্থক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, প্রথম জোড়ার মতো দ্বিতীয় জোড়ার শব্দগুলোর মধ্যে সমান বা অনুরূপ সম্পর্ক রয়েছে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago