A
A person who enjoys the rain
B
A person who is brave and fearless
C
A person who keeps everything clean
D
A person who ruins other people’s fun
উত্তরের বিবরণ
• A wet blanket means: A person who ruins other people’s fun
Bangla Meaning: প্রস্তাবিত পরিকল্পনা বা ব্যবস্থা-সম্বন্ধে যে নিরুৎসাহিত করে
English Meaning: A person who ruins other people’s fun
Example Sentences:
-
Don't be such a wet blanket, come on and join the fun!
-
The rain was a wet blanket on the outdoor concert
• Other options:
ক) A person who enjoys the rain
-
যে ব্যক্তি বৃষ্টি উপভোগ করে
খ) A person who is brave and fearless
-
সাহসী ও নির্ভীক ব্যক্তি
গ) A person who keeps everything clean
-
যে ব্যক্তি সব কিছু পরিষ্কার রাখে
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
The phrase "nouveau riche" means -
Created: 1 month ago
A
Riche rich
B
Well off
C
New high class
D
New rich
• "Nouveau riche" শব্দটির অর্থ: নতুন ধনী।
• Nouveau riche বলতে এমন মানুষদের বোঝায়, যারা আগে গরিব বা মধ্যবিত্ত ছিল, কিন্তু এখন হঠাৎ অনেক ধনী হয়ে গেছে এবং তা সবাইকে দেখানোর চেষ্টা করে—যেমন দামি জিনিস কেনা, বড় অনুষ্ঠান করা ইত্যাদি।
বাংলা অর্থ: নব্য ধনী (যারা হঠাৎ ধনী হয়েছে এবং তা জাহির করে)।
Example: The nouveau riche family moved into the affluent neighborhood, quickly making their presence known with luxury cars and opulent parties.

0
Updated: 1 month ago
The word ‘homogeneous’ means:
Created: 3 months ago
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 3 months ago
The verb 'succumb' means-
Created: 4 weeks ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 4 weeks ago