A
bear down
B
hang down
C
turn down
D
look down upon
উত্তরের বিবরণ
• The correct answer is: গ) turn down
-
Full Sentence: He turned down the job offer.
-
Meaning: He refused or rejected the job offer.
Turn down
-
Bangla Meaning: প্রত্যাখ্যান করা
-
English Meaning: to decline to accept; reject
• Other options:
ক) bear down
-
Means to press or exert force, not related to rejecting an offer.
খ) hang down
-
Means to dangle or droop, unrelated here.
ঘ) look down upon
-
Means to despise or regard with contempt, not about rejecting an offer.
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
The label can easily be detached _____ the package.
Created: 1 week ago
A
in
B
from
C
of
D
for
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.
Complete sentence: The label can easily be detached from the package.
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

0
Updated: 1 week ago
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
Created: 2 weeks ago
A
had better to get
B
had to better get
C
had better get
D
had better got
সঠিক উত্তর: had better get
পূর্ণ বাক্য:
Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
বাংলা অর্থ:
যাত্রীদের উচিত আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।
Had better এর ব্যবহার
-
Had better এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) ব্যবহৃত হয়।
-
এখানে had শব্দটি অতীতকালের মতো দেখালেও, এটি আসলে unreal past (অবাস্তব অতীত), যার দ্বারা বোঝানো হয় present বা future সময়ের উপদেশ/সতর্কতা।
-
অর্থ হয় "তবুও ভালো", "উচিত", বা "বরং করা ভালো"।
-
তাই, had better যুক্ত বাক্য অতীত নয়, বরং বর্তমান বা ভবিষ্যতের জন্য পরামর্শ বা সতর্কবার্তা প্রকাশ করে।
-
Had better এর পরে কখনোই to-infinitive বসে না।
বাক্যের গঠন (Structure)
Subject + had better / would better / had rather + verb-এর base form
উদাহরণ:
-
I had better meet him now.
(আমার এখনই তার সঙ্গে দেখা করা ভালো হবে।) -
You had better stay today.
(তোমার আজ থাকাই ভালো হবে।)
উৎস: Swan, Michael. Practical English Usage. Oxford University Press.

0
Updated: 2 weeks ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 3 weeks ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান

0
Updated: 3 weeks ago