What is the meaning of the underlined phrase? I can not put up with her demands and high hopes.
A
To make a plan
B
To help or assist
C
To tolerate or endure
D
To agree or accept
উত্তরের বিবরণ
• Correct answer: To tolerate or endure.
-
Full Sentence: I can not put up with her demands and high hopes.
Put up with (Phrase)
-
Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া
-
English Meaning: to fail to prevent (some behavior on someone's part) especially from neglect or indifference
Tolerate (Verb)
-
Bangla Meaning: বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা
-
English Meaning: to put up with
• Other options:
ক) To make a plan
-
একটি পরিকল্পনা তৈরি করা
খ) To help or assist
-
সাহায্য করা বা সহায়তা করা
ঘ) To agree or accept
-
একমত হওয়া বা গ্রহণ করা
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Obfuscate (Similar)
Created: 3 weeks ago
A
Clarify
B
Reveal
C
Simplify
D
Confuse
Obfuscate (Verb)
-
English Meaning: To make something less clear and more difficult to understand, usually deliberately.
-
Bangla Meaning: (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা
Synonyms (সমার্থক):
-
Baffle → বিপাকে ফেলা
-
Complicate → জটিল করা
-
Bewilder → বিভ্রান্ত করা
-
Conceal → গোপন করা
-
Confound → বিভ্রান্ত করা
Antonyms (বিপরীতার্থক):
-
Clarify → স্পষ্ট করা
-
Clear up → স্পষ্ট করা, শেষ করা, সমাধান করা
-
Reveal → রহস্য ফাঁস করা
-
Enlighten → আলোকিত করা
-
Explicate → ব্যাখ্যা করা
Related Options:
-
Clarify → স্পষ্ট করা
-
Reveal → দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা
-
Simplify → সরল করা; সহজসাধ্য বা সহজবোধ্য করা
-
Confuse → গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা
Example Sentences:
-
Protect and obfuscate your flash files.
-
To further obfuscate matters, he hiccups, barks, yaps, and swallows his rhymes.
Source:

0
Updated: 3 weeks ago
O' Henry is a/an -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
British author
D
French author
O. Henry একজন বিখ্যাত আমেরিকান ছোট গল্প লেখক এবং Modern Period-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক। তাঁর আসল নাম William Sydney Porter, তবে সাহিত্য জগতে তিনি O. Henry নামেই বেশি পরিচিত। তাঁকে বলা হয় “the short-story writer whose tales romanticized the commonplace”, বিশেষ করে নিউইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন কল্পনাপ্রবণভাবে তুলে ধরায়। তাঁর সাহিত্যে নিউইয়র্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নতুন মাত্রায় চিত্রিত হয়েছে।
O. Henry-এর উল্লেখযোগ্য রচনা:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
Sixes and Sevens
-
Roads of Destiny
-
Cabbage and Kings
-
The Four Million
-
The Voice of the City
উৎস:

0
Updated: 1 month ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 3 weeks ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
বাক্য "We resurfaced the floor because it wasn't even" এ ‘even’ শব্দটি একটি adjective হিসেবে ব্যবহার হয়েছে, যা ফ্লোরের সমান বা সমতল না থাকার বিষয়টি বোঝাচ্ছে।
-
Even (adjective): ইংরেজিতে মানে হলো flat and smooth, বা একই স্তরে থাকা। বাংলায় অর্থ সমতল, মসৃণ বা ভারসাম্যপূর্ণ।
-
শব্দটি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন adjective, adverb, verb, তবে Be verb-এর পরে সাধারণত adjective বসে, তাই এখানে ‘even’ adjective।
-
Even (adverb): এটি ব্যবহৃত হয় কোনো বিষয় বিস্ময়কর, অপ্রত্যাশিত বা চরম ধরণের বোঝানোর জন্য। উদাহরণ: I don't even know where it is.
-
Even (verb): দুটি জিনিস সমান করার অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: That result evens the series at two games apiece.
-
প্রাচীন বা archaic অর্থে ‘Even’ noun হিসেবেও ব্যবহৃত হয়েছে। উদাহরণ: a member of an indigenous people living in the Kamchatka peninsula of eastern Siberia.

0
Updated: 2 weeks ago