A
Adverbial Phrase
B
Interjectional phrase
C
Prepositional phrase
D
Exclamatory phrase
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
The phrase 'Achilles' heel' means:
Created: 4 days ago
A
A strong point
B
A weak point
C
A permanent solution
D
A serious idea
Achilles heel’
অর্থ (ইংরেজি): একটি দুর্বল বা সংবেদনশীল স্থান
অর্থ (বাংলা): দুর্বল বা ঝুঁকিপূর্ণ অংশ
উদাহরণ:
Maths has always been my Achilles heel.
বাংলা অনুবাদ: গণিত সবসময় আমার সবচেয়ে দুর্বল বিষয় ছিল।
ব্যাখ্যা:
‘Achilles heel’ কথাটি গ্রিক পুরাণের Achilles চরিত্র থেকে এসেছে। তিনি ছিলেন একজন মহাবীর, কিন্তু তার গোড়ালির অংশ ছিল একমাত্র দুর্বল স্থান। তাই এই প্রবাদটি এখন “যে কোনো ব্যক্তি বা বিষয়ের সবচেয়ে দুর্বল অংশ” বোঝাতে ব্যবহৃত হয়।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 4 days ago
Cotton is a _____ noun.
Created: 1 week ago
A
Common
B
Abstract
C
Material
D
Proper
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

0
Updated: 1 week ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 1 week ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 1 week ago