Utopia was first written in _______.
A
Latin
B
English
C
Greek
D
French
উত্তরের বিবরণ
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.
2
Updated: 6 months ago
Choose the right form of the verb:
I cannot help _____ at his jokes.
Created: 1 month ago
A
to laugh
B
laughing
C
laugh
D
laughed
• Complete sentence: I cannot help laughing at his jokes.
- Bangla meaning: আমি তার কৌতুকে না হেসে পারলাম না।
• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।
• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে laughing বসবে।
• More examples:
- I cannot help going there.
- She cannot but go there.
অপশন বিশ্লেষণ
ক) to laugh → ভুল। ‘cannot help’ এর সাথে infinitive ব্যবহার হয় না।
গ) laugh → ভুল। Base form চলে না।
ঘ) laughed → ভুল। Past tense এখানে ব্যবহার হয় না।
0
Updated: 1 month ago
"Great Expectations" is a/an-
Created: 2 months ago
A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes
0
Updated: 2 months ago
W. B. Yeats is a/an ______ Poet.
Created: 1 month ago
A
American
B
Irish
C
Scottish
D
English
W. B. Yeats ছিলেন একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার, যিনি আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনীতিকে তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে তুলে ধরেছেন। তাঁকে Ireland-এর National Poet বলা হয়।
-
তিনি প্রথম আইরিশ কবি হিসেবে Nobel Prize in Literature লাভ করেন (১৯২৩ সালে)।
-
Yeats ছিলেন আয়ারল্যান্ডের সাহিত্যিক ও সাংস্কৃতিক জাগরণের অন্যতম পথিকৃৎ।
-
তাঁর জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা ও গৌরব তাঁর কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে।
-
তিনি Abbey Theatre (Irish National Theatre Society) প্রতিষ্ঠা করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Plays by W. B. Yeats:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source:
0
Updated: 1 month ago