A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
No subjects available.
উত্তরের বিবরণ
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 3 months ago
Gorboduc is known as the ________.
Created: 3 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 3 months ago
Which of the following is NOT a type of poetry Sidney discusses?
Created: 2 months ago
A
Religious poetry
B
Philosophical poetry
C
Right poetry
D
Political poetry
Coming...

0
Updated: 2 months ago
_______ translated The Bible into English from Latin.
Created: 3 months ago
A
William Tyndale
B
John Wycliffe
C
Geoffrey Chaucer
D
Thomas More
English
English Literature
John Wycliffe (1324-1438)
The middle english period (1066-1500)
No subjects available.
John Wycliffe প্রথমবার ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা ল্যাটিন ভাষা থেকে করা হয়েছিল। তিনি এই কাজটি বাইবেলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছিলেন, কারণ তখন পর্যন্ত বাইবেল শুধুমাত্র ল্যাটিন ভাষায় ছিল এবং সাধারণ জনগণের জন্য এটি উপলব্ধ ছিল না।
John Wycliffe translated The Bible into English from Latin.
- তিনি The Middle English Period (1066-1500) এর একজন সুপরিচিত লেখক।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একাধারে English theologian, philosopher, church reformer হিসেবেও পরিচিত।
- He was the promoter of the first complete translation of the Bible into English অর্থাৎ তিনি সর্বপ্রথম বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে সফল্ভাবে অনুবাদ করেছিলেন।
- তিনি ছিলেন Protestant Reformation এর অন্যতম অগ্রদূত।
- তাঁকে the father of English prose বলা হয়ে থাকে।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 3 months ago