Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago
Synonym of 'jocose' is -
Created: 1 week ago
A
Blithe
B
Melancholy
C
Competent
D
Prudent
বিশ্লেষণ:
-
Jocose মানে রসিক, হাসিখুশি, তামাশাপূর্ণ, যা "playful বা humorous" বোঝায়।
-
Blithe মানে প্রফুল্ল, আনন্দিত, হাসিখুশি—যা jocose এর সঙ্গে অর্থে মিলে যায়।
-
অন্য অপশনগুলো (Melancholy = বিষাদ, Competent = দক্ষ, Prudent = বিচক্ষণ) অর্থে মেলে না।

0
Updated: 1 week ago
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
Created: 1 week ago
A
implausible
B
credible
C
irrefutable
D
veritable
• Complete sentence:
Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
-
Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।
• Given options:
-
ক) implausible — অবিশ্বাস্য; অকল্পনীয়
-
খ) credible — বিশ্বাসযোগ্য
-
গ) irrefutable — মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য
-
ঘ) veritable — সত্যিকার; যথার্থ; প্রকৃত
-
ঙ) cogent — (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ক) implausible
-
কারণ বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
-
'Implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
We all pay ___ our mistakes in some way at some time.
Created: 6 hours ago
A
on
B
for
C
in
D
to
Complete Sentence:
-
We all pay for our mistakes in some way at some time.
Pay for something (Phrasal Verb):
-
English Meaning: to be punished for doing something bad to someone else, or to suffer because of a mistake that you made.
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; ব্যয়বহন করা; দাম দেওয়া; মূল্য দেত্তয়া; ক্ষতিপূরণ করা; কষ্ট ভোগ করা; ব্যয়বহন করা
Example:
-
He tricked me and I'm going to make him pay for it!
উৎস:

0
Updated: 6 hours ago