A
Kith and kin
B
Of beauty
C
Look forward to
D
With all sincerity
উত্তরের বিবরণ
Correct Answer
গ) Look forward to ✅
Explanation:
-
Look forward to একটি verbal phrase।
-
এটি একটি phrasal verb, যার অর্থ হলো সানন্দে প্রতীক্ষা করা।
-
সাধারণত আনুষ্ঠানিক চিঠির শেষে ব্যবহৃত হয়।
-
English Meaning: to wait eagerly / to expect something.
-
Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।
-
Example: I look forward to meeting you.
Other Options
ক) Kith and kin → এটি একটি noun phrase, যার অর্থ: আত্মীয়স্বজন, নিকট আত্মীয়, বন্ধু-বান্ধব।
খ) Of beauty → এটি একটি prepositional phrase। “Of” হলো preposition এবং “beauty” হলো noun।
ঘ) With all sincerity → এটি একটি adverbial prepositional phrase। “With” preposition এবং বাকিটা object, যা এখানে adverb হিসেবে কাজ করছে।

0
Updated: 2 weeks ago
The idiom “Odds and ends” means-
Created: 6 days ago
A
The ordinary members
B
Difficulty
C
Miscellaneous articles
D
Contrary things
Idiom: Odds and ends
-
Meaning: Miscellaneous articles
-
Bangla Meaning: টুকিটাকি; ছোটখাটো জিনিস
Explanation:
-
“Odds and ends” refers to various small items of different kinds, usually of little importance or value.
Contrast:
-
Rank and file: Ordinary members of an organization as opposed to its leaders (সাধারণ স্তরের সদস্যরা)।
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 5 days ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago
Choose the correct tense-
Created: 1 month ago
A
Javed was so exhausted that he lain down for a sleep.
B
Javed was so exhausted that he had laid down for a sleep.
C
Javed was so exhausted that he was lying down for a sleep.
D
Javed was so exhausted that he will lay down for a sleep.
• সঠিক বাক্যটি হচ্ছে - Javed was so exhausted that he was lying down for a sleep.
- This sentence uses the past continuous tense "was lying," which correctly describes an ongoing action in the past, fitting the context of Javed being exhausted and lying down.
• Lie - শয়ন করা, অবস্থান করা।
- এর past form হচ্ছে - Lay এবং participle form হচ্ছে - Lain.
• অন্যদিকে, Lay - স্থাপন করা, ডিম পাড়া।
- এর past form এবং participle form হচ্ছে - Laid.
অপশন অনুযায়ী,
ক) বাক্যটি ভুল কারণ এখানে past participle lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- সঠিক বাক্য - Javed was so exhausted that he had lain down for a sleep.
খ) তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
ঘ) অপশনে tense এর ভুল ব্যাবহার হয়েছে।

0
Updated: 1 month ago