A
Prepositional phrase
B
Adjective phrase
C
Verbal phrase
D
Adverbial phrase
উত্তরের বিবরণ
- Hard and fast
- Bangla Meaning: বাঁধা-ধরা; অপরিবর্তনীয়ভাবে বিধিবদ্ধ; বাঁধাধরা।
- English Meaning: not to be modified or evaded : strict.
• Other options:
ক) Prepositional phrase:
- এতে সাধারণত একটি preposition (on, in, of) এবং একটি object থাকে।
- উদাহরণ: in fight club → এটি একটি prepositional phrase.
- কিন্তু hard and fast rule তেমন নয়।
গ) Verbal phrase:
- এতে verb বা verb-এর রূপ (e.g., going, to eat) থাকে।
- এখানে কোনও verb phrase নেই।
ঘ) Adverbial phrase:
- এটি verb বা adjective-কে modify করে।
- “Hard and fast rule” কোনো verb-কে modify করছে না, বরং noun “rule”-কে modify করছে।

0
Updated: 2 weeks ago
What is the synonym of "Berate"?
Created: 1 week ago
A
Reprimand
B
Forgive
C
Unique
D
Profound
• Berate:
English meaning: to criticize or speak in an angry manner to someone.
Bangla meaning: তীব্র ভর্ৎসনা করা।
Options,
ক) Reprimand:
- কঠোর তিরস্কার করা।
খ) Forgive:
- ক্ষমা/মাফ/মার্জনা করা।
গ) Unique:
- অদ্বিতীয়; অনন্য; একমাত্র।
ঘ) Profound:
- গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Berate" - Reprimand.

0
Updated: 1 week ago
She herself baked the cake for the party.- Here, 'herself' is
Created: 6 days ago
A
Reflexive pronoun
B
Emphatic pronoun
C
Relative pronoun
D
Reciprocal pronoun
Sentence:
She herself baked the cake for the party.
Analysis:
-
এখানে 'herself' হলো Emphatic pronoun।
Explanation:
-
যখন কোনো কাজের কর্তাকে জোর দিয়ে বা গুরুত্ব দিয়ে দেখাতে চাই, তখন Emphatic pronoun ব্যবহার করা হয়।
-
Example: She herself baked the cake.
-
অর্থ: সে নিজে কেক বেক করেছে।
-
-
এখানে ‘herself’ কেবল subject-কে জোর দিতে এসেছে, কাজের object নয়।
Emphatic pronoun:
-
Reflexive pronouns, যা noun-এর 바로 পরে বসে subject-এর উপর জোর বা গুরুত্ব প্রকাশ করে, তাকে Emphatic pronoun বলা হয়।
-
অর্থাৎ, subject-এর উপর গুরুত্ব আরোপ করার জন্য subject-এর পর যে Reflexive pronoun ব্যবহার করা হয়, সেটিই Emphatic pronoun।
-
প্রদত্ত বাক্যে "herself" pronoun টি "She" subject-এর উপর অতিরিক্ত জোর বা গুরুত্ব আরোপ করেছে।
Reflexive pronoun:
-
Personal pronoun-এর সঙ্গে self / selves যোগ করে গঠিত pronoun।
-
কিছু উদাহরণ: myself, ourselves, yourselves, himself, itself ইত্যাদি।

0
Updated: 6 days ago
"The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by-
Created: 1 week ago
A
Ben Jonson
B
John Webster
C
Christopher Marlowe
D
Sir Philip Sidney
- "The Famous Tragedy of the Rich Jew of Malta" was written by Christopher Marlowe.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Main characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabethan যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works (Plays):
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.

0
Updated: 1 week ago