A
The book was written by me.
B
The book had been written by me.
C
The book is written by me.
D
The book has been written by me.
উত্তরের বিবরণ
Correct Answer
The book had been written by me. ✅
Explanation:
-
Past Perfect Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তনের নিয়ম:
-
Object → Subject হয়
-
had been বসে
-
মূল verb এর Past Participle বসে
-
by বসে
-
Subject → Objective form এ রূপ নেয়
-
Structure:
👉 Subjective form of object + had been + Past Participle + by + Objective form of subject
Example:
-
Active: I had written the book.
-
Passive: The book had been written by me.
Other Options
ক) The book was written by me. → এটি Simple Past Passive। মূল বাক্য Past Perfect, তাই ভুল।
গ) The book is written by me. → এটি Simple Present Passive। ভিন্ন অর্থ প্রকাশ করে।
ঘ) The book has been written by me. → এটি Present Perfect Passive। মূল বাক্যের সাথে মেলে না।

0
Updated: 2 weeks ago
Identify the incorrect word/phrase indicated by (1), (2), (3) or (4) in the following sentence: According to experts a good way ''to'' ''improve'' listening skills is ''by'' ''watch'' television, specially news and documentaries.
Created: 2 weeks ago
A
to (1)
B
improve (2)
C
by (3)
D
watch (4)
• By এর পর gerund(verb+ing) হবে।
- সেহেতু watch না হয়ে watching হবে।
- সঠিক বাক্য - According to experts a good way to improve listening skills is by watching television, specially news and documentaries.
বাংলা অর্থ: বিশেষজ্ঞদের মতে, শ্রবণ দক্ষতা উন্নত করার একটি ভালো উপায় হলো টেলিভিশন দেখা, বিশেষত খবর এবং প্রামাণ্যচিত্র।

0
Updated: 2 weeks ago
The repetition of beginning consonant sound is know as-
Created: 3 days ago
A
personification
B
onomatopoeia
C
alliteration
D
rhyme
Literary Devices (Figures of Speech)
Alliteration (অনুপ্রাস)
-
যখন পাশাপাশি ব্যবহৃত শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জনধ্বনি বারবার আসে, তখন তাকে Alliteration বলে।
-
সহজভাবে বলতে গেলে—একই consonant sound বারবার পুনরাবৃত্তি হওয়াই Alliteration।
উদাহরণ:
-
"The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
"Puffs, powders, patches, Bibles, billet-doux."
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুইবার এসেছে, তাই এটি Alliteration-এর উদাহরণ।
Personification (ব্যক্তিরূপ দান)
-
যখন জড় বস্তু, প্রাণহীন জিনিস বা বিমূর্ত ধারণাকে মানুষের গুণাবলি দেওয়া হয়, তখন তাকে Personification বলে।
-
অর্থাৎ কোনো lifeless object বা idea-কে জীবন্ত সত্তার মতো প্রকাশ করা।
উদাহরণ:
"There lies the port: the vessel puffs her sail:" (Tennyson, Ulysses)
এখানে জাহাজকে (vessel) একজন জীবন্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে।
Rhyme (ছন্দ/অন্ত্যমিল)
-
দুই বা ততোধিক শব্দের শেষে একই রকম ধ্বনি থাকলে সেটাকে Rhyme বলে।
-
কবিতায় Rhyme পাঠকের কানে সুরেলা শোনায় এবং stanza বা স্তবকের গঠনকে একত্র করে।
Onomatopoeia (অনুকার শব্দ)
-
কোনো শব্দ যদি সেই শব্দের আসল শব্দধ্বনি অনুকরণ করে তৈরি হয়, তবে তাকে Onomatopoeia বলে।
-
বাংলায় একে অনুকার অব্যয় বলা হয়।
উদাহরণ:
-
বৃষ্টির ঝমঝম
-
ঘড়ির টিকটক
-
বাতাসের শনশন
যেমন ইংরেজিতে বলা হয়—“The clock goes tick-tock.” → এখানে tick-tock শব্দটি ঘড়ির শব্দকে অনুকরণ করছে।
উৎসঃ An ABC of English Literature

0
Updated: 3 days ago
Find the common noun:
Created: 1 week ago
A
Flock
B
Pride
C
Anxious
D
Harbour
Common Noun: Harbour
• Answer:
-
ঘ) Harbour — a general place where ships dock
• Harbour (Noun)
-
English Meaning: A place of security and comfort; especially, one with port facilities.
-
Bangla Meaning:
১) পোতাশ্রয়
২) (লাক্ষণিক) আশ্রয়; নিরাপদ স্থান
• অন্যান্য উদাহরণ:
-
Flock (Collective Noun): (পাখির) ঝাঁক; (পশুর) পাল — e.g., a flock of birds
-
Pride (Collective Noun): দল; ঝাঁক — e.g., a pride of lions/peacocks
-
Anxious: উদ্দিগ্ন; চিন্তিত — একটি adjective, noun নয়
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago