Mr Hemal is a man of letters.
Here the underlined phrase is -
A
Noun phrase
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
উত্তরের বিবরণ
Correct Answer
ক) Noun phrase ✅
Explanation:
-
Man of letters একটি noun phrase কারণ এটি noun এর মতো কাজ করে।
-
এটি এমন একজন ব্যক্তিকে বুঝায় যিনি পন্ডিত, জ্ঞানী বা সাহিত্যিক।
-
মূল শব্দ "man" একটি noun, এবং এটি prepositional phrase "of letters" দ্বারা modified হয়েছে।
Bangla English: পন্ডিত লোক।
English English: scholar, author.
Other Options
খ) Verbal phrase → verb form থাকে (যেমন: writing a book)। এখানে নেই, তাই প্রযোজ্য নয়।
গ) Adjective phrase → noun কে modify করে। কিন্তু এখানে পুরো phrase-ই noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
ঘ) Adverbial phrase → verb/adjective/adverb কে modify করে। এই phrase তা করছে না।

0
Updated: 2 months ago
What does “Tedious” mean?
Created: 1 month ago
A
Boring
B
Funny
C
Easy
D
Pleasant
Correct Answer: ক) Boring
Tedious (Adj)
-
Bangla Meaning: ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর
-
English Meaning: tiresome because of length or dullness; boring
Boring (Adj)
-
Bangla Meaning: একঘেয়ে; চিত্তাকর্ষক বা মজাদার নয়
-
English Meaning: causing weariness and restlessness through lack of interest; tiresome
Other Options:
-
Funny – মজার; amusing; affording light mirth and laughter
-
Easy – অনায়াস; causing or involving little difficulty or discomfort
-
Pleasant – সুখাবহ; agreeable; having qualities that give pleasure
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 1 month ago
What is the synonym of 'Utilize'?
Created: 1 month ago
A
Evasive
B
Employ
C
Misapply
D
Plight
Synonym of ‘Utilize’
• Answer:
-
খ) Employ
• Utilize (Verb)
-
English Meaning: To use something in an effective way; make practical and effective use of.
-
Bangla Meaning: কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া
• Given Options:
-
ক) Evasive (Adjective): এড়িয়ে যেতে সচেষ্ট
-
খ) Employ (Verb): কাজে লাগানো; সদ্ব্যবহার করা; নিয়োগ করা
-
গ) Misapply (Verb): অপপ্রয়োগ/অপব্যবহার করা
-
ঘ) Plight: গুরুতর অবস্থা; দশা; দুর্দশা; দুরবস্থা; বাগদত্ত বা বাগদত্তা হওয়া
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
Samuel Taylor Coleridge is the composer of-
Created: 3 weeks ago
A
Queen Mab
B
Kubla Khan & Dejection: An Ode
C
Correct Answer: b
D
The Solitary Reaper
Samuel Taylor Coleridge ছিলেন Kubla Khan কবিতার রচয়িতা এবং একজন প্রভাবশালী ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক। তিনি রোমান্টিক যুগের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং পরবর্তী অনেক কবির ওপর তার প্রভাব বিস্তৃত।
-
Kubla Khan:
-
কবিতার পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
এটি একটি Romantic poem।
-
Coleridge নিজে বলেছেন, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন এবং অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্টভাবে পেয়েছিলেন।
-
কিছু সাহিত্য গবেষকের মতে, কবিতার মূল বিষয় হলো Nature of human genius।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং পঞ্চম খাগান-সম্রাট, যিনি ১২৬০–১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
-
-
Samuel Taylor Coleridge (1772-1834):
-
তিনি ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক।
-
তার কবিতায় সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিফলিত হয়েছে, যা পরবর্তী অনেক কবির মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।
-
William Wordsworth-এর সঙ্গে মিলিত হয়ে তিনি Lyrical Ballads (১৭৯৮) রচনা করেন, যার মধ্যে রয়েছে বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা হিসেবে বিবেচিত হয়।
-
তিনি Biographia Literaria, ২ খণ্ড (১৮১৭) রচনা করেন, যা রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনার কাজ।
-
-
বিশিষ্ট রচনা:
-
Biographia Literaria (book)
-
Christabel (poem)
-
Dejection: An Ode (poem)
-
Frost at Midnight (poem)
-
Kubla Khan (poem)
-
Lyrical Ballads (book)
-
On the Constitution of the Church and State (book)
-
Source:

0
Updated: 3 weeks ago