A
and the lights went out.
B
when the lights went out.
C
than the lights went out.
D
then the lights went out.
উত্তরের বিবরণ
• সঠিক বাক্য: No sooner had he entered the room than the lights went out.
-
অনুবাদ: সে ঘরে ঢুকতেই বাতি নিভে গেল।
-
"No sooner" একটি Formal ইংরেজি গঠন, যা বোঝায় - এক কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য কাজ ঘটেছে।
-
এই ধরনের বাক্যে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়:
👉 No sooner + had + subject + past participle + than + বাক্যের দ্বিতীয় অংশ।
যেমন:
-
No sooner had I sat down than the phone rang.
-
No sooner had he arrived than it started raining.
• Other options:
ক) and the lights went out
-
"No sooner... and" ❌ ভুল গঠন।
-
"No sooner" এর সঙ্গে "and" ব্যবহার হয় না।
খ) when the lights went out
-
"No sooner... when" ❌ ব্যাকরণগতভাবে ভুল।
-
এর সঠিক জোড়া হলো "No sooner... than"।
ঘ) then the lights went out
-
"then" ❌ ভুল, কারণ "No sooner" এর পর "than" বসে, "then" নয়।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
What’s the adjectival form of "Economy"?
Created: 4 weeks ago
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
• The adjective form of "Economy" is - Economic.
• Economic (Adjective)
- English meaning: [Only before noun] Connected with the trade, industry, and development of wealth of a country, an area, or a society.
- Bangla meaning: অর্থনীতি।
• অপশন আলোচনা:
- Economics (Noun) - অর্থবিদ্যা;
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা;
- Economic (Adjective) - অর্থনীতি;
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।
Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

0
Updated: 4 weeks ago
Which dress do you want to wear? Here, 'Which' is a/an -
Created: 1 week ago
A
Preposition
B
Interrogative adverb
C
Coordinate adjective
D
Interrogative adjective
Answer Explanation: Interrogative Adjective
-
Correct Answer: Interrogative adjective
বিষয় ব্যাখ্যা:
-
যদি Which বা What কোনো noun-এর আগে বসে এবং সেটি noun কে modify করে, তবে এটি Interrogative adjective।
-
আর যদি এটি সরাসরি verb-এর আগে বসে এবং কোনো noun-এর সঙ্গে যুক্ত না থাকে, তবে এটি Interrogative pronoun।
Example Analysis:
-
বাক্যে "Which dress" ব্যবহৃত হয়েছে, যেখানে Which শব্দটি dress (noun) কে modify করছে।
-
অর্থাৎ, এটি নির্দিষ্ট করছে কোন পোশাকটি পরিধান করা হবে।
-
সুতরাং এটি Interrogative adjective।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Preposition: "Which" কখনো preposition হিসেবে ব্যবহার হয় না।
-
খ) Interrogative adverb: যখন কোনো শব্দ প্রশ্নবোধক বাক্যে verb, adjective বা অন্য adverb-কে modify করে এবং স্থান, সময়, কারণ, পরিমাণ ইত্যাদি বোঝায়। প্রদত্ত বাক্যে "Which" noun-কে modify করছে, verb/adverb নয়, তাই adverb হবে না।
-
গ) Coordinate adjective: একাধিক adjective যখন একই noun কে modify করে এবং কমা (,) বা "and" দিয়ে যুক্ত থাকে। প্রদত্ত বাক্যে শুধু একটি adjective ("Which") আছে, তাই coordinate adjective হবে না।

0
Updated: 1 week ago
You had better ____ now.
Created: 1 week ago
A
to go
B
going
C
gone
D
go
Correct Answer: ঘ) go
ব্যাখ্যা:
-
Had better একটি modality phrase, যার পর bare infinitive (verb-এর মূল রূপ) ব্যবহার হয়।
-
এখানে: go → মূল verb
-
অর্থ: You had better go now. → "তোমার এখনই যাওয়া উচিত।"
-
এটি strong advice বোঝায় এবং ভবিষ্যতের জন্য পরামর্শ বা হুঁশিয়ারির অর্থেও ব্যবহৃত হয়।
-
Note: Had better এর পর কখনই to go, going, বা gone ব্যবহার হয় না।
Other Options:
-
to go – ভুল, কারণ had better এর পর to ব্যবহৃত হয় না।
-
going – ভুল, কারণ present participle এখানে বসে না।
-
gone – ভুল, কারণ past participle এখানে প্রযোজ্য নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 week ago