A
শরীর > শরীল
B
লাফ > ফাল
C
লাফ > ফাল
D
দূর্গা > দূগ্ গা
উত্তরের বিবরণ
লাফ> ফাল - ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ।ধ্বনি বিপর্যয় হলো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন। যেমন - বাকস> বাসক, রিকশা > রিশকা পিশাচ> পিচাশ।

0
Updated: 2 weeks ago
প-বর্গীয় ধ্বনি কোনটি?
Created: 1 week ago
A
ঞ
B
ন
C
ম
D
ঢ
• ক-বর্গীয় ধ্বনি: ক, খ, গ, ঘ, ঙ- এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণ জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগ স্পর্শ করে। এগুলো জিহ্বামূলীয় বা কণ্ঠ্য স্পর্শধ্বনি।
• চ-বর্গীয় ধ্বনি: চ, ছ, জ, ঝ, ঞ-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার অগ্রভাগ চ্যাপটাভাবে তালুর সম্মুখ ভাগের সঙ্গে ঘর্ষণ করে। এদের বলা হয় তালব্য স্পর্শধ্বনি।
• ট-বর্গীয় ধ্বনি: ট, ঠ, ড, ঢ, ণ -এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার অগ্রভাগ কিঞ্চিৎ উল্টিয়ে ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশকে স্পর্শ করে। এগুলোর উচ্চারণে জিহ্বা উল্টা হয় বলে এদের নাম দন্তমূলীয় প্রতিবেষ্টিত ধ্বনি। আবার এগুলো ওপরের মাড়ির গোড়ার শক্ত অংশ অর্থাৎ মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের বলা হয় মূর্ধন্য ধ্বনি।
• ত-বর্গীয় ধ্বনি: ত, থ, দ, ধ, ন- এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বা সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগ ওপরের দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এদের বলা হয় দন্ত্য ধ্বনি।
• প-বর্গীয় ধ্বনি: প, ফ, ব, ভ, ম-এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে। এদের ওষ্ঠ্যধ্বনি বলে।

0
Updated: 1 week ago
"লাফ > ফাল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 2 days ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
ধ্বনি বিপর্যয়
C
অন্তর্হতি
D
অভিশ্রুতি
ধ্বনি বিপর্যয়
সংজ্ঞা:
কোনো শব্দের ভেতরে দুটি ব্যঞ্জনের স্থান-বদল ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। অর্থাৎ শব্দে ধ্বনির ক্রমে পরিবর্তন হয়ে যায়।
উদাহরণসমূহ
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিক্সা → রিস্কা
অর্থাৎ, ধ্বনি বিপর্যয়ে শব্দের ধ্বনি বিন্যাসে বর্ণগুলোর স্থান অদল-বদল হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 days ago
কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Created: 3 days ago
A
কাঁদনা > কান্না
B
মারি > মাইর
C
বাক্স > বাস্ক
D
চারি > চাইর
ধ্বনি বিপর্যয়
-
সংজ্ঞা: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
-
উদাহরণ:
-
পিশাচ → পিচাশ
-
লাফ → ফাল
-
বাক্স → বাস্ক
-
রিকসা → রিস্কা
-
সমীভবন
-
শব্দের উচ্চারণে একক ব্যঞ্জনধ্বনি বা স্বরবর্ণের মিলন ঘটলে।
-
উদাহরণ: কাঁদনা → কান্না
অপিনিহিতি
-
শব্দের কিছু অক্ষর বা ধ্বনি পরিবর্তিত বা বিকৃত হয়ে ব্যবহৃত হলে।
-
উদাহরণ:
-
চারি → চাইর
-
মারি → মাইর
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 days ago