A
ক খ গ ঘ
B
প ফ ব ভ
C
ত থ দ ধ
D
ট ঠ ড ঢ
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
ভাষার ক্ষুদ্রতম একক কী?
Created: 1 week ago
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
অক্ষর
ভাষা ও তার উপাদান
-
সংজ্ঞা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
-
ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
-
ধ্বনি ভাষার মূল উপাদান।
-
ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
-
-
ধ্বনির লিখিত রূপ: বর্ণ
-
ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-
-
ভাষার মৌলিক উপাদান: শব্দ
-
শব্দের ক্ষুদ্রতম অংশ: অক্ষর
-
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 1 week ago
"শুনিয়া > শুনে" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 2 weeks ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
অভিশ্রুতি
C
বিপ্রকর্ষ
D
ধ্বনি বিপর্যয়
অভিশ্রুতি (Apocope / Vowel Assimilation)
সংজ্ঞা:
যদি কোনো শব্দের বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সাথে মিলে গিয়ে পরবর্তী স্বরের উচ্চারণকে প্রভাবিত করে, তাকে অভিশ্রুতি বলা হয়।
উদাহরণ:
মূল শব্দ | অভিশ্রুতি প্রয়োগের পর |
---|---|
শুনিয়া | শুনে |
বলিয়া | বলে |
হাটুয়া | হাউটা |
বিঃদ্রঃ এখানে স্বরসংগতি বা মিলনের কারণে শব্দের উচ্চারণ সংক্ষিপ্ত ও স্বাভাবিক হয়।

0
Updated: 2 weeks ago
উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
Created: 3 weeks ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
যেসব ধ্বনি উচ্চারণ করতে হলে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার (দন্তমূলের) সঙ্গে লাগে, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলে।
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 3 weeks ago