কোনগুলো দন্ত্য ধ্বনি?
A
ক খ গ ঘ
B
প ফ ব ভ
C
ত থ দ ধ
D
ট ঠ ড ঢ
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
"শুনিয়া > শুনে" - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 2 months ago
A
ব্যঞ্জন বিকৃতি
B
অভিশ্রুতি
C
বিপ্রকর্ষ
D
ধ্বনি বিপর্যয়
অভিশ্রুতি (Apocope / Vowel Assimilation)
সংজ্ঞা:
যদি কোনো শব্দের বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সাথে মিলে গিয়ে পরবর্তী স্বরের উচ্চারণকে প্রভাবিত করে, তাকে অভিশ্রুতি বলা হয়।
উদাহরণ:
মূল শব্দ | অভিশ্রুতি প্রয়োগের পর |
---|---|
শুনিয়া | শুনে |
বলিয়া | বলে |
হাটুয়া | হাউটা |
বিঃদ্রঃ এখানে স্বরসংগতি বা মিলনের কারণে শব্দের উচ্চারণ সংক্ষিপ্ত ও স্বাভাবিক হয়।

0
Updated: 2 months ago
ধ্বনি উৎপন্ন হয় মূলত—
Created: 2 weeks ago
A
B
C
D
মানুষের মুখে ধ্বনি উৎপাদনের জন্য যেসব অঙ্গ একসঙ্গে কাজ করে, সেগুলোকে বলা হয় বাগ্যন্ত্র। এই অঙ্গগুলোর সাহায্যে ফুসফুস থেকে নির্গত বায়ু বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ধ্বনিতে পরিণত হয়।
বাগ্যন্ত্র:
-
ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গসমূহকে একত্রে বাগ্যন্ত্র বলা হয়।
-
এগুলোর মাধ্যমে ফুসফুস থেকে নির্গত বায়ু ঠোঁট পর্যন্ত পৌঁছে বিভিন্ন ধ্বনি তৈরি করে।
-
ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে যুক্ত প্রতিটি অঙ্গই বাগ্যন্ত্রের অংশ।
ফুসফুস:
-
ধ্বনি সৃষ্টির মূল উৎস হলো ফুসফুস, কারণ এখান থেকেই বায়ুপ্রবাহ উৎপন্ন হয়।
-
এটি শ্বাস-প্রশ্বাসের কাজ করে, অর্থাৎ বায়ু গ্রহণ ও ত্যাগের মাধ্যমে ধ্বনির জন্য প্রয়োজনীয় চাপ তৈরি করে।
-
মূলত শ্বাস ত্যাগের সময় ধ্বনি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বাগ্যন্ত্রের সাহায্যে রূপ পায়।

0
Updated: 2 weeks ago
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়?
Created: 1 week ago
A
ও এবং ই
B
এ এবং ই
C
অ এবং ই
D
উ এবং ই
দ্বিস্বরধ্বনি হলো সেই ধ্বনি যা পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে গঠিত হয়।
উদাহরণ:
-
লাউ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলেই [আউ্] দ্বিস্বরধ্বনি তৈরি হয়েছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে:
-
ঐ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই]
-
ঔ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]

0
Updated: 1 week ago