A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
উত্তরের বিবরণ
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
সুশ্রুসা
শব্দ: শুশ্রূষা
-
শুদ্ধ বানান: শুশ্রূষা
-
পদপ্রকৃতি: বিশেষ্য
-
মূল শব্দ: সংস্কৃত
-
প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ:
শুশ্রূষা + √কৃ (ধাতু) + ইন্ + ঈ = শুশ্রূষা -
অর্থ: পরিচর্যা, সেবা, যত্ন নেওয়া কিংবা কষ্টে থাকা ব্যক্তির প্রতি সহানুভূতিশীলভাবে মনোযোগ দেওয়া।
📚 উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
বিশেষ দ্রষ্টব্য:
“শুশ্রূষা” শব্দটি মূলত সেবা ও পরিচর্যার একটি সুসংস্কৃত ও শুদ্ধ রূপ, যা আধুনিক বাংলা ভাষায় অনেক সময় ভুল বানানে (যেমন: শুশ্রুষা) লেখা হয়ে থাকে। শব্দটি ব্যবহারে শুদ্ধ বানান ও অর্থ বোঝা গুরুত্বপূর্ণ।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
নিশিথিনী
B
নিশীথীনি
C
নিশিথীনী
D
নিশীথিনী
• সঠিক বানান: নিশীথিনী
-
'নিশীথিনী' একটি বিশেষ্য শব্দ।
-
এটি মূলত সংস্কৃত থেকে আগত।
অর্থ: -
রাত
-
রজনী
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 3 weeks ago
অশুদ্ধ বানান -
Created: 1 week ago
A
কঙ্কাল
B
ভদ্রোচিত
C
ভ্রাতূষ্পুত্র
D
অভিভূত
শব্দ: ভ্রাতুষ্পুত্র
-
অশুদ্ধ বানান: ভ্রাতূষ্পুত্র
-
পদবর্গ: বিশেষ্য
-
অর্থ: ভাইয়ের ছেলে
অন্য উদাহরণ (শুদ্ধ বানান):
-
অভিভূত
-
ভদ্রোচিত
-
কঙ্কাল
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago