‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
উত্তরের বিবরণ
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 months ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 months ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'ছুঁচোর কেত্তন'
Created: 3 weeks ago
A
অবিরাম কলহ
B
নষ্ট করা
C
এলোমেলো
D
লম্বা জায়গা
নিচে প্রদত্ত বাগধারাগুলোর অর্থ整理 করা হলো।
-
ছুঁচোর কেত্তন – অবিরাম কলহ
-
ছাগল টাঙানো – লম্বা জায়গা নেওয়া
-
জবরজং – এলোমেলো
-
ছিনিমিনি খেলা – নষ্ট করা

0
Updated: 3 weeks ago
‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
বাড়তি বোঝা
B
রূপের মোহ
C
ভূমিকা
D
ফিটফাট
'গৌরচন্দ্রিকা' বাগধারাটি ভূমিকা অর্থে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago