শুদ্ধ বানান কোনটি?
A
নিরপরাধী
B
দারিদ্র্যতা
C
স্বার্থকতা
D
প্রাণিকুল
উত্তরের বিবরণ
প্রাণিকুল বানানটি শুদ্ধ। 'নিরপরাধী' শব্দটির শুদ্ধ বানান নিরাপরাধ। 'দারিদ্রতা' শব্দটির শুদ্ধ বানান 'দারিদ্র্য' । স্বার্থকতার শুদ্ধ বানান হলো সার্থকতা।

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুহুর্ত
B
মুহুর্ত
C
মূহূর্ত
D
মুহূর্ত
প্রদত্ত শব্দ গুলির মধ্যে মুহূর্ত বানানটি শুদ্ধ। অন্যান্য অপশনগুলোর বানান ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 1 month ago
'ফরিয়াদ' কোন ভাষা থেকে আগত শব্দ
Created: 1 week ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
পর্তুগিজ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ফরিয়াদ একটি ফারসি শব্দ। এর অর্থ হলো:
-
প্রার্থনা; বিচার বা সাহায্য প্রার্থনা
-
অভিযোগ, নালিশ
-
আদালতে অভিযোগ, মামলা-মোকদ্দমা
বাংলা ভাষায় ব্যবহৃত অন্যান্য ফারসি শব্দের মধ্যে রয়েছে:
-
বেহেশত
-
দোজখ
-
ফেরেশতা
-
নামাজ
-
খোদা
-
গুনাহ
-
পয়গম্বর

0
Updated: 1 week ago
কোন বানানটি সঠিক?
Created: 2 weeks ago
A
মুমূর্ষু
B
মুমূর্ষ
C
মুমুর্সু
D
মুমুর্সূ
‘মুমূর্ষু’ শব্দটি এসেছে সংস্কৃত ধাতু “মৃত্” (মৃত্যু) থেকে, যার অর্থ মৃত্যুপথযাত্রী বা মৃত্যুর কাছাকাছি অবস্থা। বাংলা বানানরীতি অনুযায়ী এটি দ্বিগুণ “ূ” (দীর্ঘ উকার) দিয়ে লেখা হয়।
তাই “মুমূর্ষু” অর্থ হলো— মৃত্যুপথযাত্রী, মৃত্যুর নিকটবর্তী।

0
Updated: 2 weeks ago