A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমূর্ষূ
D
দ্বিজরাজ
উত্তরের বিবরণ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 2 weeks ago
কোনটি শুদ্ধ?
Created: 1 week ago
A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 week ago
নিচের কোনটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ?
Created: 2 weeks ago
A
উৎকর্ষ
B
চঞ্চলতা
C
অধীরতা
D
বৈচিত্র্যতা
প্রত্যয়ের অপপ্রয়োগ
অশুদ্ধ রূপ : বৈচিত্র্যতা
শুদ্ধ রূপ : বৈচিত্র্য
শুদ্ধ বানান : অধীরতা, চঞ্চলতা, উৎকর্ষ
আরও উদাহরণ
দারিদ্র্যতা → দারিদ্র্য বা দরিদ্রতা
সৌজন্যতা → সৌজন্য
উৎকর্ষতা → উৎকৃষ্টতা বা উৎকর্ষ
দৈন্যতা → দীনতা বা দৈন্য

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
অত্যাদিক
B
অত্বাধিক
C
অত্যধিক
D
অত্তাতিক
শব্দ: অত্যধিক
-
শুদ্ধ বানান: অত্যধিক
-
শব্দের ধরন: বিশেষণ
-
উৎস: সংস্কৃত
-
অর্থ: অত্যন্ত বেশি; প্রয়োজনের অতিরিক্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago