A
ম
B
ঙ
C
চ
D
র
উত্তরের বিবরণ
ওষ্ঠ্য ধ্বনি মানে হলো যেসব ধ্বনি দুই ঠোঁটের সংস্পর্শে বা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ক) ম → ওষ্ঠ্য ধ্বনি ✅
-
খ) ঙ → কণ্ঠ্য ধ্বনি
-
গ) চ → তালব্য ধ্বনি
-
ঘ) র → মূর্ধন্য ধ্বনি
বাংলা ভাষার ধ্বনিগুলো উচ্চারণ অঙ্গভেদে পাঁচ ভাগে বিভক্ত— কণ্ঠ্য, তালব্য, মূর্ধন্য, দন্ত্য ও ওষ্ঠ্য।
-
ওষ্ঠ্য ধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁটের মিলন ঘটে। যেমন: প, ফ, ব, ভ, ম।
-
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে “ম” উচ্চারণের সময় দুই ঠোঁট একত্রিত হয়, তাই এটি ওষ্ঠ্য ধ্বনি।
সঠিক উত্তর: ক) ম

0
Updated: 2 weeks ago
‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
Created: 2 weeks ago
A
চলিত
B
সাধু
C
প্রাকৃত
D
কোল
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । 'অদ্য' শব্দের চলিত রুপ হলো এখন।

0
Updated: 2 weeks ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 2 weeks ago
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
আইন
B
দাখিল
C
এজেন্ট
D
মুচলেকা
• ’এজেন্ট’ শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত।
- যার অর্থ: প্রতিনিধি, ব্যবসায়ী সংস্থার প্রতিনিধি।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
অন্যদিকে,
- ‘আইন’ শব্দটি ফারসি শব্দ।
- ‘দাখিল’ আরবি শব্দ।
- ‘মুচলেকা’ তুর্কি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago