চন্দ্রের প্রতিশব্দ নয়-
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
উত্তরের বিবরণ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।

0
Updated: 2 months ago
‘বিভাবরী’ শব্দের অর্থ -
Created: 3 weeks ago
A
যুদ্ধ
B
অজানা
C
রাত্রি
D
সূর্য
বিভাবরী শব্দের অর্থ হলো রাত্রি।
বিভাবরী এর সমার্থক শব্দ:
-
রাত্রি
-
রজনী
-
ক্ষণদা
-
নিশা
-
যামিনী
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অচিন = অচেনা, অজানা
-
আহব = যুদ্ধ
উৎস:

0
Updated: 3 weeks ago
‘পঙ্কজ’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
শৈল
B
উৎপন্ন
C
সুবর্ণ
D
কুসুম
'পঙ্কজ' শব্দের সমার্থক শব্দ হলো - পদ্ম, উৎপল, কমল, কুমুদ, অরবিন্দ, শতদল, নলিনী ইত্যাদি।

0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় -
Created: 1 month ago
A
কেশরী
B
শিখী
C
বর্হিণ
D
কলাপী
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ।
‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ: কেশরী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago