কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
A
ম
B
ঙ
C
চ
D
র
উত্তরের বিবরণ
ওষ্ঠ্য ধ্বনি মানে হলো যেসব ধ্বনি দুই ঠোঁটের সংস্পর্শে বা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ক) ম → ওষ্ঠ্য ধ্বনি ✅
-
খ) ঙ → কণ্ঠ্য ধ্বনি
-
গ) চ → তালব্য ধ্বনি
-
ঘ) র → মূর্ধন্য ধ্বনি
বাংলা ভাষার ধ্বনিগুলো উচ্চারণ অঙ্গভেদে পাঁচ ভাগে বিভক্ত— কণ্ঠ্য, তালব্য, মূর্ধন্য, দন্ত্য ও ওষ্ঠ্য।
-
ওষ্ঠ্য ধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁটের মিলন ঘটে। যেমন: প, ফ, ব, ভ, ম।
-
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে “ম” উচ্চারণের সময় দুই ঠোঁট একত্রিত হয়, তাই এটি ওষ্ঠ্য ধ্বনি।
সঠিক উত্তর: ক) ম

0
Updated: 2 months ago
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Created: 3 weeks ago
A
মন দেওয়া
B
বৃদ্ধি পাওয়া
C
এগিয়ে চলা
D
গান করা
যৌগিক ক্রিয়া হলো সেই ক্রিয়া যা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি নতুন ক্রিয়া গঠন করে।
যৌগিক ক্রিয়ার উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
অন্যদিকে, সংযোগ ক্রিয়া হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে গঠিত।
সংযোগ ক্রিয়ার উদাহরণ:
-
মন দেওয়া
-
বৃদ্ধি পাওয়া
-
গান করা

0
Updated: 2 weeks ago
'সংস্কৃতির সংকট’ গ্রন্থের রচয়িতা -
Created: 3 weeks ago
A
হাসান আজিজুল হক
B
মোতাহের হোসেন চৌধুরী
C
বদরুদ্দীন উমর
D
আবুল ফজল
‘সংস্কৃতির সংকট’ বদরুদ্দীন উমর রচিত একটি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে। এ গ্রন্থে তিনি সংস্কৃতি, সমাজ ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেছেন এবং সমাজের দ্বন্দ্ব ও সংকটের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা করেছেন।
বদরুদ্দীন উমর সম্পর্কে তথ্য:
-
তিনি ছিলেন বাংলাদেশি মার্কসবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।
-
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ছিলেন।
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১; পশ্চিমবঙ্গের বর্ধমানে।
-
তিনি ‘সংস্কৃতি’ সাময়িকী সম্পাদনা করেছিলেন, যা তাঁর বৌদ্ধিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সংকট
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি

0
Updated: 2 weeks ago
'Hand out' -এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
তথ্যপত্র
B
জ্ঞাপনপত্র
C
প্রচারপত্র
D
হস্তপত্র
বাখ্যা:
-
‘Hand out’ শব্দের বাংলা পরিভাষা হলো জ্ঞাপন পত্র, যা সাধারণত কোনো তথ্য বা ঘোষণা প্রচারের জন্য বিতরণ করা হয়।
অন্যান্য পারিভাষিক শব্দ ও তাদের অর্থ:
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
-
Mortgage → বন্ধক
-
Deposit → আমানত
-
Lease → ইজারা
-
Security → জামানত
সুতরাং, এই শব্দগুলো বিশেষ ক্ষেত্রে বাংলা পরিভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং প্রশাসন, অর্থনীতি ও শিক্ষা ক্ষেত্রে প্রায়শই ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago