কোনটি মৌলিক স্বরধ্বনি?
A
ঔ
B
ঈ
C
ঐ
D
এ
উত্তরের বিবরণ
মৌলিকতা অনুযায়ী, স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা, মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি: যে স্বরধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক স্বর বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। যেমন- ই, এ, অ্যা, আ, অ, ও, উ। বাংলা বর্ণমালায় ‘অ্যা’ ধ্বনিজ্ঞাপক কোন বর্ণ নেই।

0
Updated: 2 months ago
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
Created: 1 month ago
A
৭টি
B
৮টি
C
৬টি
D
১১টি
বাংলা ভাষার সবচেয়ে ছোট একক হলো ধ্বনি।
বাংলায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি আছে। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়—
স্বরধ্বনি
বাংলায় ৭টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। এগুলো হলো—
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
ব্যঞ্জনধ্বনি
বাংলায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে। এগুলো হলো—
[প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]।
এখানে প্রতিটি ধ্বনির উচ্চারণ বোঝাতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 month ago
A
১০টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে, যেগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়: স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
-
মৌলিক স্বরধ্বনি: বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি আছে।
উদাহরণ: ই, এ, অ্যা, আ, অ, ও, উ। -
মৌলিক ব্যঞ্জনধ্বনি: বাংলা ভাষায় ৩০টি মৌলিক ব্যঞ্জনধ্বনি রয়েছে।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি?
Created: 1 month ago
A
৩৭টি
B
৩০টি
C
৭টি
D
২৫টি
• মৌলিক স্বরধ্বনি:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
• এরমধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।

0
Updated: 1 month ago