ডোপামিন হরমোনের স্বল্পতার কারণে কোন রোগটি হয়?
A
এপিলেপসি
B
পারকিনসন
C
প্যারালাইসিস
D
স্ট্রোক
No subjects available.
উত্তরের বিবরণ
• পারকিনসন:
- স্নায়ুকোষ বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে থাকে।
- মস্তিষ্ক থেকে ক্ষরিত হরমোন ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে।
- পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলা পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না।
- ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়।
- এ রোগ সাধারণত ৫০ বছর বয়সের পরে হয়।
- তবে ব্যতিক্রম হিসেবে যুবক যুবতীদেরও হতে পারে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 2 months ago