A
রামমোহন রায়
B
নাথিনিয়েল ব্রাসি হ্যালহেড
C
উইলিয়াম কেরী
D
সুনীতিকুমার চট্টোপধ্যায়
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ১ম ব্যাকরণ রচনা করেন ম্যানোএল দা আসসম্পাসাঁউ (১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়) 2. A Grammar of the Bengal Language: নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ (১৭৭৮ সালে ইংরেজি ভাষায়) 3. গৌড়িয় ব্যাকরণঃ রাজা রামমোহন রায়। (১৮৩৩ সালে বাংলা ভাষায়)

0
Updated: 2 weeks ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago
‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
তুর্কি
আরবি ভাষায় ‘কলম’ শব্দের অর্থ হলো লেখার জন্য ব্যবহৃত একটি যন্ত্র বা উপকরণ। এটি বাংলা ভাষায় আরবি থেকে আসা অনেক তদ্ভব শব্দের একটি উদাহরণ। আরও কিছু আরবি শব্দ: আল্লাহ, কোরবানী, কুরআন, কিয়ামত, এজলাস, খারিজ, কিতাব, রায়, নগদ, বাকি, আদালত।

0
Updated: 1 month ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 days ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago