A
অর্থের অভাব
B
অর্থের প্রাচুর্য্য
C
অর্থের কু-প্রভাব
D
অর্থের অহংকার
উত্তরের বিবরণ
তামা অর্থাৎ ধন-সম্পদকে বোঝায়। "তামার বিষ" বলতে বোঝায় টাকার কারণে মানুষের জীবনে যে খারাপ প্রভাব পড়ে—লোভ, লালসা, অনৈতিক কাজকর্মে জড়ানো ইত্যাদি।
যেমন— অনেক সময় অর্থের প্রাচুর্য্য বা লোভ মানুষকে ভুল পথে চালিত করে। তাই এই বাগধারার মাধ্যমে বোঝানো হয় অর্থের ক্ষতিকর বা নেতিবাচক প্রভাব।
👉 সঠিক উত্তর: গ) অর্থের কু-প্রভাব

0
Updated: 2 weeks ago
কোনটি বাগধারা বোঝায়?
Created: 1 month ago
A
চৈত্র সংক্রান্তি
B
পৌষ সংক্রান্তি
C
শিরে সংক্রান্তি
D
শিব-সংক্রান্তি
নিচে আপনার দেওয়া লেখাটি সহজ ও প্রাঞ্জল ভাষায় পুনর্লিখন করা হলো, যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে:
‘শিরে সংক্রান্তি’ বাগ্ধারার অর্থ:
এই বাগ্ধারার মানে হলো – সামনেই কোনো বিপদ আসছে বা বিপদ ঘনিয়ে এসেছে।
উদাহরণ: এখন আমার শিরে সংক্রান্তি – কিভাবে সব সামলাবো বুঝতে পারছি না।
অপশনে দেওয়া অন্য শব্দগুলোর অর্থ:
-
চৈত্রসংক্রান্তি: চৈত্র মাসের শেষ দিন। এই দিনে শিব পূজা ও নানা উৎসব-মেলা হয়।
-
পৌষ সংক্রান্তি: পৌষ মাসের শেষ দিন। এদিন বাঙালিরা নানা রকম পিঠা-পুলি খায় – এক বিশেষ উৎসব।
-
শিব সংক্রান্তি: হিন্দুদের শিবের পূজার জন্য নির্দিষ্ট একটি দিন।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
-
অকাল কুষ্মাণ্ড: যিনি কোনো কাজেই আসেন না, অপদার্থ।
-
অক্ষরে অক্ষরে: একদম ঠিক ঠিক মতো, সম্পূর্ণভাবে।
-
আঠারো মাসে বছর: কোনো কাজ করতে অনেক দেরি হওয়া, অর্থাৎ দীর্ঘসূত্রিতা।
-
আকাশের চাঁদ: যেটা পাওয়া খুব কঠিন বা দুর্লভ বস্তু।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের “বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” বই।

0
Updated: 1 month ago
’ঘরের শত্রু বিভীষণ’ বাগধারাটির অর্থ-
Created: 4 days ago
A
বন্ধুভাবাপন্ন
B
শত্রু
C
রাবণের ভাই
D
যে গৃহবিবাদ করে
“ঘরের শত্রু বিভীষণ” একটি প্রচলিত বাগধারা।
-
মহাকাব্য রামায়ণ-এ বিভীষণ ছিলেন রাবণের ভাই। তিনি নিজের ভাই রাবণকে ত্যাগ করে শত্রুপক্ষ রামের সঙ্গে যোগ দিয়েছিলেন।
-
সেই থেকে “ঘরের শত্রু বিভীষণ” কথাটি ব্যবহার হয় এমন লোক বোঝাতে, যে নিজ গৃহ, পরিবার, দল বা সম্প্রদায়ের ক্ষতি করে, নিজের লোক হয়েও শত্রুর মতো আচরণ করে।
-
অর্থাৎ, যে ঘরের ভেতর থেকেই বিবাদ ও ক্ষতি করে, তাকেই এই বাগধারায় বোঝানো হয়।
তাই উত্তর: ঘ) যে গৃহবিবাদ করে

0
Updated: 4 days ago
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
Created: 4 days ago
A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।

0
Updated: 4 days ago