A
কণ্ঠের সমীপে
B
কণ্ঠের সদৃশ
C
উপ যে কণ্ঠ
D
কণ্ঠ পর্যন্ত
উত্তরের বিবরণ
যে সমাসে সমস্যমান পদের পদ অবৈধ অর্থের দিক থেকে প্রাধান্য লাভ করে, তাকে অব্যায়ীভাব সমাস বলে। যেমন - দিন দিন = প্রতিদিন, কন্ঠের সমীপে = উপকন্ঠ, জেলার সদৃশ = উপজেলা, কথার সদৃশ = উপকথা।

0
Updated: 2 weeks ago
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Created: 2 days ago
A
ন
B
ম
C
ঞ
D
শ
ঞ (ঞ-কার) বর্ণের ধ্বনিগত ব্যবহার
-
নিজস্ব কোনো স্বতন্ত্র ধ্বনি নেই।
-
স্বতন্ত্র অবস্থায়:
ঞ বর্ণটি সাধারণত [অঁ] ধ্বনির মতো উচ্চারিত হয়। -
সংযুক্ত ব্যঞ্জনে:
ঞ বর্ণটি [ন্] ধ্বনির মতো উচ্চারিত হয়।
উদাহরণসমূহ
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জো]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 days ago
কোন বাক্যটি গুরচণ্ডালী দোষমুক্ত?
Created: 3 days ago
A
সে এখন স্কুলে যাবে
B
তার বাহিরে যাবার সময় হয়েছে
C
তার বিবাহ হয় নাই
D
তাহারা রওয়ানা হল
সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে কলুষিত হয়ে পড়ে।

0
Updated: 3 days ago
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই –
Created: 9 hours ago
A
ভাবসম্প্রসারণ
B
গবেষণাপত্র
C
প্রতিবেদন
D
সারসংক্ষেপ
ভাবসম্প্রসারণ হলো একটি প্রদত্ত বক্তব্য, প্রবাদ বা কবিতার লাইনকে নিজস্ব ভাষায় সার্থক ও সুসঙ্গতভাবে বিস্তার করা।
-
এতে মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে তার ব্যাখ্যা, উদাহরণ, প্রাসঙ্গিক ঘটনা ও বিশ্লেষণ যোগ করে লেখা প্রসারিত করা হয়।
-
গবেষণাপত্র, প্রতিবেদন বা সারসংক্ষেপ—এসব আলাদা ধরনের রচনা। এগুলোতে নির্দিষ্ট তথ্য, অনুসন্ধান বা সংক্ষিপ্ত বিবরণ থাকে; কিন্তু “ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণ”-ই বিশেষভাবে ভাবসম্প্রসারণ বোঝায়।
তাই সঠিক উত্তর: ভাবসম্প্রসারণ।

0
Updated: 9 hours ago