A
She knows them personally
B
She thinks they are nobles
C
She wants revenge
D
She is naturally compassionate
উত্তরের বিবরণ
Miranda ঝড়ের সময় অপরিচিত নাবিকদের জন্য করুণা প্রকাশ করে। তার সহজাত সহানুভূতি নাটকে তার নিষ্পাপ স্বভাব এবং মানবতার প্রতীক। Prospero তাকে বোঝায় যে আসলে তারা মারা যায়নি। এই দৃশ্য মানবিকতা বনাম জাদুকরী নিয়ন্ত্রণের পার্থক্য তুলে ধরে।

1
Updated: 2 weeks ago
What does the handkerchief symbolize in Othello?
Created: 2 weeks ago
A
Wealth
B
Betrayal
C
Love and faith
D
War and victory
ওথেলো ডেসডিমোনাকে যে রুমাল দেন তা তাদের প্রেম ও বিশ্বস্ততার প্রতীক। ইয়াগো এটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করে ওথেলোকে প্রতারিত করে। রুমাল নাটকের কেন্দ্রীয় প্রতীক হয়ে ওঠে, যা ভালোবাসা থেকে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়।

1
Updated: 2 weeks ago
What is the dramatic function of the opening storm scene?
Created: 2 weeks ago
A
Comic relief
B
Introduces conflict and chaos
C
Shows Miranda’s love
D
Ends Antonio’s power
প্রথম দৃশ্যের ঝড় নাটকের মূল সংঘাত ও বিশৃঙ্খলা উপস্থাপন করে। এটি দর্শককে আকর্ষণ করে এবং সব চরিত্রকে দ্বীপে নিয়ে আসে। ঝড় Prospero-র পরিকল্পনার সূচনা এবং নাটকের প্রতিশোধ, ক্ষমা ও পুনর্মিলনের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।

1
Updated: 2 weeks ago
Famous playwright William Shakespeare passed away in which of the following year?
Created: 3 weeks ago
A
1616
B
1564
C
1596
D
1660
Famous playwright William Shakespeare passed away in 1616 (April 23).
• William Shakespeare (1564 -1616)
- তিনি জন্মগ্রহণ করেন 23rd April, 1564.
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয় কারণ তার সাথে স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন শহরের সম্পর্ক রয়েছে,
- যেখানে তিনি ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor,
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন।
Source: Britannica.

0
Updated: 3 weeks ago