How does Prospero control Caliban, Trinculo, and Stephano during their plot?
A
With soldiers
B
With magic illusions and spirits
C
With Miranda’s help
D
With Ariel’s songs
উত্তরের বিবরণ
Prospero জাদু ব্যবহার করে Caliban, Trinculo ও Stephano-কে প্রতারিত করে। তারা ভেবেছিল Prospero-কে হত্যা করতে পারবে, কিন্তু বিভ্রম ও আত্মাদের সাহায্যে Prospero তাদের দমন করে। এই ঘটনা জাদুর শক্তি এবং প্রতারণার মাধ্যমে শত্রু পরাস্ত করার প্রতীক।

1
Updated: 2 months ago
"To be, or not be, that is the question" _____ is a famous dialogue from -
Created: 2 months ago
A
Othello
B
Romeo and Juliet
C
Hamlet
D
Macbeth
• "To be, or not to be, that is the question"
এই বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা 'হ্যামলেট' নাটক থেকে নেওয়া হয়েছে।
-
এটি মূল চরিত্র হ্যামলেটের একটি বিখ্যাত স্বগতোক্তি (soliloquy), যেখানে সে জীবনের অর্থ এবং বেঁচে থাকা না থাকা নিয়ে গভীরভাবে ভাবছে।
• শেক্সপিয়রের লেখা ট্র্যাজেডিগুলোর মধ্যে 'Hamlet' অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় একটি ট্র্যাজেডি।
-
এই নাটকটি মোট ৫টি অধ্যায় (act) নিয়ে গঠিত এবং এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয়।
-
প্রথম প্রকাশ ঘটে ১৬০৩ সালে।
-
নাটকে দেখা যায়, প্রিন্স হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফেরে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে। সেখানে সে জানতে পারে যে, তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করেছে এবং তার বাবার খুন করেছে।
-
এরপর হ্যামলেট তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে নানা পরিকল্পনা করতে থাকে এবং নাটকের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যায়।
-
নাটকের ভিলেন বা প্রধান প্রতিপক্ষ হলো ক্লডিয়াস।
-
নাটকের শেষাংশে হ্যামলেটের মৃত্যু ঘটে, যার মাধ্যমে নাটকটির সমাপ্তি হয়।
• হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
হ্যামলেট: মূল নায়ক, ডেনমার্কের রাজপুত্র।
-
ওফেলিয়া: হ্যামলেটের ভালোবাসার মানুষ।
-
ক্লডিয়াস: হ্যামলেটের চাচা এবং রাজা, নাটকের ভিলেন।
-
গার্ট্রুড: হ্যামলেটের মা।
-
হোরেশিও: হ্যামলেটের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ বন্ধু।
-
পোলোনিয়াস: ওফেলিয়ার বাবা।
-
লার্টিস: ওফেলিয়ার ভাই।
• হ্যামলেট নাটকের কিছু বিখ্যাত উক্তি:
-
“Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.”
(ধার দিও না, ধার নাও না; কারণ ধার অনেক সময় বন্ধুত্বও নষ্ট করে) -
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience doth make cowards of us all.”
-
“There is divinity that shapes our end.”
তথ্যসূত্র: Britannica

1
Updated: 2 months ago
'Miranda' is the heroine character from Shakespeare's play-
Created: 2 weeks ago
A
Twelfth Night
B
The Merchant of Venice
C
The Tempest
D
Measure for Measure
Miranda হলো William Shakespeare-এর নাটক The Tempest-এর নায়িকা চরিত্র। এটি শেক্সপিয়ারের বিখ্যাত এক romantic comedy, যা পাঁচ অঙ্কে বিভক্ত এবং ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। Tempest শব্দের অর্থ হলো Violent Storm। অনেকে একে শেক্সপিয়ারের swan song বা শেষ রচনা হিসেবে উল্লেখ করেন।
-
Summary
-
নাটকে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda-এর কাহিনী বলা হয়েছে, যারা ডিউকের ছোট ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হন
-
Prospero-কে supernatural powers-এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে, যার অধীনে থাকে দুই অতিপ্রাকৃত চরিত্র— Ariel এবং Caliban
-
নাটকের শুরুতেই Prospero তাঁর জাদুশক্তি ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড় সৃষ্টি করেন, যার ফলে অন্যান্য চরিত্ররা তাঁর নির্বাসিত দ্বীপে এসে পৌঁছায়
-
Miranda চরিত্রটিকে দুর্বল ও বশ্যতা স্বীকারকারী হিসেবে দেখানো হয়েছে, যা এলিজাবেথীয় যুগের নারীর সামাজিক অবস্থান প্রতিফলিত করে
-
নাটকে Ferdinand-কে Miranda-র প্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যাদের প্রথম দেখাতেই প্রেম হয় এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়
-
-
Main Characters of The Tempest
-
Prospero (Duke)
-
Miranda (Heroine)
-
Ariel (Supernatural creature – good character)
-
Caliban (Supernatural creature – bad character)
-
Antony (Villain/brother of Duke)
-
Ferdinand (Hero)
-
Gonzalo, etc.
-
-
Main Characters of Twelfth Night
-
Sebastian
-
Viola
-
Olivia
-
Malvolio
-
Duke Orsino (Male protagonist)
-
Maria
-
Sir Andrew Aguecheek
-
Valentine
-
Antonio
-
Sir Toby Belch, etc.
-
-
Main Characters of The Merchant of Venice
-
Shylock
-
Antonio
-
Bassanio
-
Portia
-
Nerissa, etc.
-
-
Main Characters of Measure for Measure
-
Isabella
-
Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone, etc.
-

0
Updated: 2 weeks ago
In his first appearance Hamlet was wearing-
Created: 3 weeks ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
হ্যামলেট প্রথমবার নাটকে (অ্যাক্ট ১, সীন ২) প্রদর্শিত হওয়ার সময় শোকে পরিপূর্ণ পোশাকে থাকেন।
-
তিনি কালো পোশাক পরেছেন, যা “ইঙ্কি ক্লোক” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার পিতার, কিং হ্যামলেটের, সাম্প্রতিক মৃত্যুর কারণে তার শোক ও বেদনা প্রকাশ করে।
-
এই পোশাকের মাধ্যমে তিনি রাজপ্রাসাদের অন্যান্য সদস্যদের থেকে আলাদা দেখান, যা তার মর্মাহত এবং শোকাহত মানসিক অবস্থার প্রতিফলন।

0
Updated: 3 weeks ago