Who imprisons Ariel before Prospero frees him?
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
উত্তরের বিবরণ
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।

1
Updated: 2 months ago
Who says: “This thing of darkness I acknowledge mine”?
Created: 2 months ago
A
Alonso
B
Prospero
C
Antonio
D
Ferdinand
Prospero Caliban সম্পর্কে এই উক্তিটি করে। সে স্বীকার করে যে Caliban তার দ্বীপেরই অংশ এবং তার দায়িত্বও বটে। এটি Prospero-র মানবিকতা ও আত্মস্বীকারোক্তির মুহূর্ত। এই লাইন নাটকের উপনিবেশবাদ, মানবিক দুর্বলতা ও দায়িত্ববোধের গভীর প্রতীক।

2
Updated: 2 months ago
Why does Othello demote Cassio?
Created: 2 months ago
A
Cassio insults Othello
B
Cassio is caught drunk and fighting
C
Cassio disobeys orders
D
Cassio refuses to fight
Iago-র প্ররোচনায় Cassio মদ্যপ হয়ে রাস্তায় ঝগড়ায় জড়িয়ে পড়ে এবং Montano-কে আহত করে। এই ঘটনার ফলে Othello তার শৃঙ্খলা নষ্ট হয়েছে মনে করে Cassio-কে লেফটেন্যান্ট পদ থেকে সরিয়ে দেয়।

2
Updated: 2 months ago
What role does the Fool play in King Lear?
Created: 2 months ago
A
A warrior
B
A messenger
C
A truth-teller in disguise
D
A villain
King Lear নাটকে The Fool চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকি ভূমিকা পালন করে। তিনি রাজা লিয়ারের একজন দরবারি বিদূষক (court jester) হলেও, তার কথার মধ্য দিয়ে নাটকের অনেক গভীর সত্য উঠে আসে।
-
The Fool সরাসরি কথা বলতে পারে, কারণ সে বিদূষক — সে রসিকতার মাধ্যমে কঠিন ও তিক্ত সত্য প্রকাশ করতে পারে।
-
সে লিয়ার ভুল সিদ্ধান্ত (বিশেষত কর্ডেলিয়াকে ত্যাগ করা এবং গনরিল ও রেগানকে রাজ্য প্রদান করা) নিয়ে খোলাখুলি সমালোচনা করে।
-
তাকে “truth-teller in disguise” বলা হয়, কারণ সে বিদূষকের মুখোশ পরে থাকলেও তার কথাগুলো বুদ্ধিদীপ্ত এবং সত্যনিষ্ঠ।
উদাহরণ:
Lear যখন তার কন্যাদের দ্বারা প্রতারিত হন, তখন Fool বলে:
“Thou shouldst not have been old till thou hadst been wise.”
(তুমি তখনই বৃদ্ধ হতে পারতে যখন তুমি জ্ঞানী হতে।) এই কথার মাধ্যমে সে লিয়ার বোকামির ইঙ্গিত দেয়।
ফলে, The Fool নাটকে শুধুমাত্র হাস্যরস নয়, গভীর জ্ঞানের প্রতীক হিসেবেও কাজ করে — যে কারণে উত্তর (c) A truth-teller in disguise সঠিক।

0
Updated: 2 months ago