What is the dramatic function of the opening storm scene?
A
Comic relief
B
Introduces conflict and chaos
C
Shows Miranda’s love
D
Ends Antonio’s power
উত্তরের বিবরণ
প্রথম দৃশ্যের ঝড় নাটকের মূল সংঘাত ও বিশৃঙ্খলা উপস্থাপন করে। এটি দর্শককে আকর্ষণ করে এবং সব চরিত্রকে দ্বীপে নিয়ে আসে। ঝড় Prospero-র পরিকল্পনার সূচনা এবং নাটকের প্রতিশোধ, ক্ষমা ও পুনর্মিলনের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।

2
Updated: 2 months ago
What disguise does Kent use?
Created: 2 months ago
A
Shepherd
B
Soldier
C
Beggar
D
Doctor
King Lear-এ রাজা লিয়ারের বিশ্বস্ত ভৃত্য কেন্ট রাজাকে রক্ষা করার জন্য সৈন্যের ছদ্মবেশ নেয়। লিয়ার তাকে নির্বাসিত করলেও, কেন্ট তার আনুগত্যে অবিচল থেকে পরিচয় গোপন করে সেবায় নিয়োজিত থাকে। এই ছদ্মবেশ তাকে রাজাকে কাছে থেকে সাহায্য করার সুযোগ দেয় এবং নাটকের আনুগত্য ও আত্মত্যাগের থিমকে শক্তিশালী করে।

0
Updated: 2 months ago
Which theme is often called the “green-eyed monster” in Othello?
Created: 2 months ago
A
Jealousy
B
Love
C
Betrayal
D
Power
“Green-eyed monster” দিয়ে শেক্সপিয়র ঈর্ষাকে বোঝান। ঈর্ষাই নাটকের কেন্দ্রীয় থিম, যা ওথেলোকে অন্ধ করে দেয় এবং ডেসডিমোনার মৃত্যুর দিকে ঠেলে দেয়। Iago এই ঈর্ষার বিষ ঢুকিয়ে নাটকের ট্র্যাজেডি তৈরি করে।

0
Updated: 2 months ago
In Shakespeare’s plays, who holds the title "Moor of Venice"?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
Ceasar
উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত ট্র্যাজেডি নাটক "ওথেলো"-এর প্রধান চরিত্র হলেন ওথেলো। তিনি ভেনিসের একজন সেনাপতি এবং আফ্রিকান বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে "দ্য মুর অফ ভেনিস" নামে অভিহিত করা হয়। নাটকটির পুরো নাম হলো "ওথেলো, দ্য মুর অফ ভেনিস"।
"ওথেলো" নাটকটি শেক্সপিয়র কর্তৃক রচিত একটি পাঁচ-অ্যাক্টের ট্র্যাজেডি, যা আনুমানিক ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়েছিল। এটি শেক্সপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি ভেনিসের একজন সেনাপতি ওথেলোর গল্প বলে। এই ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওথেলো এবং তার স্ত্রী দেসডেমোনা, যিনি এই নাটকের নায়িকা। ইয়াগো এই নাটকের খলনায়ক বা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।
নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে ওথেলোর নিজের স্ত্রীকে সন্দেহ করা এবং পরিণামে তাকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে। এই ট্র্যাজেডিতে, নায়ক ওথেলো "ওথেলো সিনড্রোম" (অতিরিক্ত ঈর্ষাজনিত একটি মানসিক ব্যাধি) দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ভিলেন ইয়াগোর প্ররোচনায় ওথেলো তার স্ত্রী দেসডেমোনাকে হত্যা করেন।
উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা। তার জন্মস্থান স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন। তাকে "ইংলিশ ন্যাশনাল পোয়েট" এবং "বার্ড অফ অ্যাভন" নামেও ডাকা হয়। অনেকেই তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য করেন।

0
Updated: 2 weeks ago