How does Stephano plan to become ruler of the island?
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
উত্তরের বিবরণ
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 2 months ago
Why does Prospero create the masque with spirits for Ferdinand and Miranda?
Created: 2 months ago
A
To warn them of danger
B
To show his power
C
To punish Ferdinand
D
To bless their marriage
Prospero আত্মাদের দিয়ে একটি “মাস্ক” আয়োজন করে, যেখানে দেবী Juno, Ceres, এবং Iris উপস্থিত হয়। এটি Ferdinand ও Miranda-র বিবাহকে আশীর্বাদ করার প্রতীকী অনুষ্ঠান। এই দৃশ্য নাটকে ভালোবাসা, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

1
Updated: 2 months ago
Why does Laertes return from France?
Created: 2 months ago
A
To attend Hamlet’s coronation
B
To avenge his father’s death
C
To save Ophelia
D
To claim the throne
Polonius নিহত হওয়ার খবর শুনে Laertes ক্রুদ্ধ হয়ে ডেনমার্কে ফিরে আসে। সে Claudius-এর প্ররোচনায় Hamlet-কে হত্যা করার পরিকল্পনা করে, যা চূড়ান্ত ট্র্যাজেডির পথ তৈরি করে।

0
Updated: 2 months ago
Lear is king of what country?
Created: 3 weeks ago
A
Scotland
B
Britain
C
France
D
East Anglia
King Lear হলেন ব্রিটেনের রাজা। এই নাটকে তিনি তাঁর পুরো রাজ্যকে ভাগ করেন দুই জোড়া জামাইয়ের মধ্যে:
-
The Duke of Albany (একটি প্রাচীন নাম Scotland-এর জন্য)
-
The Duke of Cornwall (ইংল্যান্ডের একটি অঞ্চল)
যেহেতু তার সার্বভৌম ক্ষমতা এই দুই প্রধান অঞ্চল পর্যন্ত বিস্তৃত, তাই তিনি সমগ্র ব্রিটেনের শাসক। নাটকটি অন্যান্য স্থানকেও উল্লেখ করে, যেমন France, যা এখানে বিদেশী ও স্বাধীন রাজ্য হিসেবে চিত্রিত হয়েছে।

0
Updated: 3 weeks ago